DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রোজিনার মুক্তির দাবীতে ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ

DoinikAstha
মে ১৯, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

রোজিনার মুক্তির দাবীতে ক্রীড়া সাংবাদিকদের প্রতিবাদ 

স্পোর্টস ডেস্ক :দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে তথ্য চুরির অভিযোগে হেনস্থা করা হয়। পরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এমন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্রীড়া সাংবাদিকরা।

আজ মঙ্গলবার বিকেল চারটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সংগ্রহ করতে এসে গ্যালারিতে প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা। তাদের হাতে দেখা গেছে নানা প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার। প্রায় আধাঘন্টা ধরে তাদের প্রতিবাদ কর্মসূচি চলে এবং সাংবাদিক রোজিনার মুক্তি কামনা করা হয়।

আরো পড়ুন :  সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা বাদ গেল গুজরাট

গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘন্টা আটকে ছিলেন রোজিনা। এরপর তিনি অসুস্থ হলে তাকে  শাহবাগ থানায় পাঠানো হয়। আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল, যা নাকচ করেছে আদালত।

গতকাল থেকেই গণমাধ্যমগুলো সরব ছিলো এমন ঘটনার প্রতিবাদে। আজ সকালে বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামেও সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা মাঠে পাঁচ মিনিট নীরবতা পালন করে প্রতিবাদ জানিয়েছিলো।

আরো পড়ুন :  সেরা দুইয়ে থেকে প্লে-অফে কলকাতা বাদ গেল গুজরাট

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬