রংপুরের সংগীতাঙ্গনের এক জনপ্রিয় নাম রাশিক আহমেদ। শিকড় মিউজিকাল গ্রুপ’এর সাথে এগিয়ে চলেছেন সংগীতের মহাসড়কে। সত্য সংবাদের নান্দনিক প্রতিনিধি দৈনিক আস্থা’র আজকের আয়োজনে আমাদের সাথে আছেন রাশিক আহমেদ। সাথেই থাকুন।
জানঃ কেমন আছেন রাশিক ভাই?
রাশিকঃ আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আপনি কেমন আছেন ভাই?
জানঃ আছি ভাই ভালোই। দিনকাল কেমন চলছে সব মিলিয়ে?
রাশিকঃ চলছে ভালোই। তবে রেইনি সিজনের কারণে শো বন্ধ। শো ছাড়াই চলছে সব কিছু।
জানঃ গানবাজনা কেমন চলছে?
রাশিকঃ শো বন্ধ তবে চর্চা নিয়মিত চলছে। এই সাধনার তো কোনো শেষ নেই।
জানঃ গান শেখার এই যাত্রাটা শুরু হলো কীভাবে?
রাশিকঃ পারিবারিকভাবেই। ছোটবেলা থেকেই গান শিখছি। আমার বাবাই আমাকে গানের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন আমাদের পাগলা পীর’এ। আমার ওস্তাদের নাম হলো রমজান আলী সরকার। তাঁর হাতেই আমার হাতেখড়ি। তাছাড়া পল্লিগীতি লালনগীতি ভাটিয়ালি যন্ত্রসংগীতের উপর বেশ কিছু সার্টিফিকেট আছে। এখন প্রফেশনালি গান করছি। এভাবেই চলছে৷
জানঃ আপনার এই সংগীত যাত্রার গন্তব্য কোথায়? এ ব্যাপারে আপনি কী মনে করেন?
রাশিকঃ গন্তব্য তো………. আমার একটা বদ অভ্যাস আছে যে আমি যা করতে চাই তা তে একদম পুরো নিবিষ্ট থাকার চেষ্টা। কোনো কিছুরই শেষটা দেখা হয়তো বা সম্ভব না। কিন্তু যতোদিন আছি একদম শেষটা দেখতে চাই। অনেক দূর যেতে হবে।
জানঃ আপনার প্রিয় শিল্পী কে?
রাশিকঃ শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু স্যার। উনার চলাফেলা থেকে শুরু করে প্রায় সব কিছুকেই আমি অনুসরণ করি।
জানঃ আমরা জানি যে, আপনি রংপুরের সন্তান। এখন যারা রংপুরে গান করছে তাদের মধ্যে আপনার চোখে সেরা পাঁচ জন কারা?
রাশিকঃ ১/ ক্লোজ আপ তারকা বাপ্পি ভাই
২/ শ্রাবনী সায়ন্তনী
৩/ বাবু
৪/ হৃদয় জেজে
৫/ দোলা
জানঃ শিকড় মিউকাল গ্রুপ সম্পর্কে কিছু বলেন। আগামী পাঁচ বা দশ বছর পর এই গ্রুপটাকে কোথায় দেখতে চান?
রাশিকঃ এটা শিকড় ও পরিবার। আমার যা কিছু সবই এই পরিবারের সাথেই। অনেক আবেগের জায়গা আমার৷ আমি যতোদূর যাবো পরিবারের সাথেই। শিকড়ে যারা মেম্বার আছেন আমি কোরবান ভাই মিলন ভাই খোকন—যারা আছি সবাই রেগুলার চর্চা করছি। ইনশাআল্লাহ খুব শিঘ্রই ভালো কিছু দিতে পারবো।
জানঃ আপনার মিউজিক আইডল কে?
রাশিকঃ অরিজিৎ সিং।
জানঃ গান করছেন বহুদিন ধরেই, এতোদিনের পথচলায় আপনার কোনো আক্ষেপ আছে কী?
রাশিকঃ আক্ষেপ আছে। আর সেটা হলো, মূল্যায়ন কমে গেছে। কোয়ালিটি এবং কোয়ান্টিটির মধ্যে ব্যালেন্স নেই। সব কিছুকেই যদি ব্যবসায়িকভাবে নেয়া হয় তাহলে শৈল্পিক মান বজায় থাকে না। গান তো একটা শিল্প এখানে শৈল্পিক মান বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জানঃ আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো?
রাশিকঃ খুব ভালো লাগলো। মন খুলে কিছু কথা বলতে পারলাম। আপনাকে ও দৈনিক আস্থা’র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং ভালোবাসা।