ইমাম আজিম হত্যার রহস্য উদঘাটন করল গোয়েন্দা পুলিশ
- আপডেট সময় : ০৯:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১০৮৬ বার পড়া হয়েছে
ষ্টাফ রিপোর্টারঃ মসজিদে এশার নামাজের ইমামতি করে বাড়ি ফেরার পথে এলোপাতাড়ি কুপিয়ে হাফেজ মাওলানা আজিম উদ্দিনকে হত্যার রহস্য উদঘাটন করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। এ ঘটনায় আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুজন আসামী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আসামীরা হলেন – মৃত হাফিজ উদ্দিন শেখের পুত্র সিরাজ শেখ (২৫) ও দুলাল শেখের পুত্র সুজন মিয়া (২৫)। দুুুুজনই পাগলা থানার বাসিন্দা।
জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) মসজিদে এশার নামাজের ইমামতি শেষে রাত সোয়া আটটার দিকে উপজেলার বেলদিয়া গ্রামে নিজ বাড়ি ফেরার পথে অজ্ঞাত দূর্বৃত্তরা হত্যা করে চলে যায়।পরে পথচারীরা লাশ দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরদিন স্ত্রী বিলকিছ খাতুন (৫০) পেনাল কোডে একটি হত্যা মামলা দায়ের করেন।
এরপর ইমাম হত্যার রহস্য উদঘাটনের বিষয়টি পুলিশ চ্যালেজ হিসেবে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুরের বরমী এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতের আঁধারে ধরালো অস্ত্র দিয়ে ইমামের শরীরে এলোপাতাড়ি কুপিয়েছিলেন দু’জন। অবশেষে আলোচিত ইমাম হত্যার দায় স্বীকার করে আজ আদালতে লোমহর্ষক বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামীরা।

























