DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৬শে মে ২০২৪
ঢাকারবিবার ২৬শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

উরুগুয়ের দায়িত্ব সুয়ারেজের কাঁধে

News Editor
অক্টোবর ৮, ২০২০ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু হয়েছে উরুগুয়ের। দলের সঙ্গে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ। কাভানি না থাকায় আক্রমণভাগের মূল দায়িত্ব পালন করতে হবে এই স্ট্রাইকারকে। এদিকে এ অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে ব্রাজিল ও কলম্বিয়া। 

ক্যানেলোনেসে উরুগুয়ের অনুশীলন ক্যাম্প। সবার মাঝেই উৎসবের আমেজ। কারণ, যোগ দিয়েছেন দলের সেরা তারকা লুইস সুয়ারেজ। লিওনেল মেসির ভাড়া করা চার্টার্ড বিমানে চেপে উরুগুয়েতে এসেছেন সুয়ারেজ। সুয়ারেজ ছাড়াও আর্জেন্টিনার বেশ ক’জন সতীর্থ ছিলেন সে বিমানে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে প্রস্তুত হচ্ছে দলগুলো।

উরুগুয়ের সামনে দুই ম্যাচ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ মন্টিভিডিও। পরের ম্যাচ আগামী মঙ্গলবার ইকুয়েডরের বিপক্ষে। এ দুই ম্যাচ সামনে রেখে ডাকা অনুশীলন ক্যাম্পে ডাক পাননি মাত্রই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া এডিনসন কাভানি। তাই আক্রমণভাগের গুরু দায়িত্ব পালন করতে হবে সুয়ারেজকেই। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ বন্ধন ছিন্ন হয়েছে সুয়ারেজের। অ্যাথলেটিকো মাদ্রিদে উড়ন্ত সূচনা হয়েছে। জাতীয় দলেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান সুয়ারেজ।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সামনেও আছে দুটি ম্যাচ। বলিভিয়া ও পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে লড়বে সেলেসাওরা। ম্যাচের আগে রিচার্লিসনের ইনজুরি নিয়ে চিন্তায় ব্রাজিল কোচ তিতে। তার ফিটনেস ফেরাতে জিমে আপ্রাণ চেষ্টা করছেন মেডিকেল স্টাফরা। চিকিৎসকদের আশা প্রথম ম্যাচে না হলেও অন্তত পেরুর বিপক্ষে খেলবেন রিচার্লসন।

বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়াকে লড়তে হবে ভেনিজুয়েলা ও চিলির বিপক্ষে। প্রতিপক্ষ বেশ কঠিন। তবে, কোচ কার্লোস কুইরেজের ভরসা রাখছেন হামেস রদ্রিগেজের ওপর। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচ থেকেই দুর্দান্ত খেলছেন এ স্ট্রাইকার। বাছাইপর্বে জাতীয় দলের বিপক্ষে সে ধারাবাহিকতা ধরে রাখবে হামেস। আশা তার।

কলম্বিয়ার কোচ কার্লোস কুইরোজ বলেন, ভেনিজুয়েলা ও চিলির বিপক্ষে ম্যাচ দুটো আমাদের জিততেই হবে। বিশেষ করে চিলির সঙ্গে জয় পাওয়াটা কঠিন হবে। তবে, রদ্রিগেজ ও কুয়াদারদোর মতো ফর্মে থাকা ফুটবলার রয়েছে দলে। বাকিরাও চেষ্টা করবে। আশা করছি ক্লাব ফুটবলের মতো জাতীয় দলেও ওরা সেরাটা উজাড় করে দেবে।

বিশ্বকাপ বাছাইয়ের আগে ইনজুরি নিয়েও বেশ নির্ভার কুইরোজ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪২
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫০
 • ১১:৫৯
 • ৪:৩৪
 • ৬:৪২
 • ৮:০৬
 • ৫:১২