DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গঙ্গাচড়ায় আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Abdullah
ফেব্রুয়ারি ১, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

গঙ্গাচড়ায় আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

“মাদকমুক্ত গঙ্গাচড়া গড়তে সম্প্রীতির ফুটবল” এ স্লোগানকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট/২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বুধবার বিকাল ৩টায় এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ডা. আসিফ ফেরদৌস, গঙ্গাচড়া মডেল থানার ওসি মাছুমুর রহমান, গংগাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বীপ শহীদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ প্রমুখ।

এসময় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, খেলা-ধুলার মাধ্যমে ব্যাক্তি জীবন গঠন করার সুযোগ রয়েছে। খেলাধুলার মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। দেশের অনেক তারকা খেলোয়াড় বিজ্ঞাপনের মাধ্যমেও টাকা আয় করার সুযোগ পাচ্ছে। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ামুখি করতে তুলতে হবে। তাদের খেলাধুলায় সুযোগ করে দিতে হবে।উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত: ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কোলকোন্দ ইউনিয়ন বনাম গঙ্গাচড়া ইউনিয়ন দল অংশ গ্রহন করে।

এতে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে কোলকোন্দ ইউনিয়ন দল।এর আগে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮