DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

এবার কণ্ঠশিল্পী পুতুলকে ধর্ষণের হুমকি

News Editor
অক্টোবর ১৩, ২০২০ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুলকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক তরুণ। ওই তরুণের মন্তব্যটির স্ক্রিনশট ফেসবুকে প্রকাশ করেন আইনি ব্যবস্থা নিতে চান পুতুল। তবে ঐ ব্যক্তি এরপর একটি ভিডিও বার্তা প্রকাশ করে ক্ষমা চাইলে মামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন পুতুল। এ বিষয়ে পুতুল ফেসবুকে লিখেন, ‘ধর্ষণের ইচ্ছা পোষণ করা ছেলেটি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে তার মন্তব্যের জন্য।

তার ভাষ্যমতে তার আইডি থেকে অন্য কেউ মন্তব্যটি করেছে! ঘটনা সত্যি হোক বা মিথ্যা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তটি স্থগিত করেছি। তা না হলে মামলার জাঁতাকলে তার বেঁচে থাকা দায় হতো, এবং সেটাই হওয়া উচিত।’

আজ কিশোর কুমার প্রয়াণ দিবস

এদিকে মন্তব্যকারী ওই তরুণ তার প্রকাশিত ভিডিওটি পরে সরিয়ে নেন। পুনরায় ফেসবুকে মঙ্গলবার (১৩ অক্টোবর) পুতুল লিখেন, ‘ধর্ষণ করতে চাওয়া ছেলেটা ক্ষমা চেয়ে পোস্ট করা ভিডিও বার্তাটি সরিয়ে ফেলেছে। ক্ষমা করার সিদ্ধান্তটা ভুল ছিল মনে হচ্ছে। এবার মামলার বিষয়টি পুনর্বিবেচনা করবো!’

পুতুল আরো বলেন, ‘মেয়েদের বলছি, সরাসরি ধর্ষণ কিংবা ধর্ষণের ইঙ্গিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া মাত্র রুখে দাঁড়াও। আইন কিন্তু নারীর পক্ষে। ভয় নয়, আওয়াজ তোলো। তোমার দৃঢ়চেতা মনোভাবই কিন্তু ধর্ষকের ভিত্তি নাড়িয়ে দেবে। ধর্ষক এবং ভবিষ্যৎ-ধর্ষকদের বলছি, খুব সাবধান! সময় পাল্টাচ্ছে! ‘ধর্ষণ’ শব্দটা উচ্চারণের আগেও নিজের এবং পরিবারের কথা ভেবে নিস। তোর/তোদের জীবন নরকে পরিণত হয়ে যাবে কিন্তু! মুখ লুকানোর জায়গা পাবি না। শিশ্নকে বেঁধে রাখ। না পারলে কেটে ফেলে দে!’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।