DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা

Astha Desk
জুন ১২, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দরে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা

আস্থা ডেস্কঃ

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে শুরু হয়েছে বিশেষ মহড়া ও প্রশিক্ষণ কর্মশালা। ‘ফাস্ট টেন দ্য ট্রেইনার’ শীর্ষক এই কার্যক্রমে মার্কিন সেনাবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকরা সরাসরি প্রশিক্ষণ দিচ্ছেন বন্দর সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা ও জরুরি সেবা প্রদানকারীদের।

বন্দরের এনসিটিজেডিটিতে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে গত ৯ জুন থেকে শুরু হওয়া এই চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ আজ আজ বৃহস্পতিবার ১২ জুন।

বন্দরের নিজস্ব উদ্যোগে আয়োজিত এ মহড়ায় মার্কিন সেনা কর্মকর্তারা প্রশিক্ষণ দেন বাংলাদেশ কোস্টগার্ড, ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ইউনিটের সদস্যদের।

অংশগ্রহণকারীদের শেখানো হয়েছে কীভাবে বন্দরের অবকাঠামোয় দুর্ঘটনার সময় তাৎক্ষণিক ও সমন্বিত প্রতিক্রিয়া জানাতে হয়। বন্দরে ব্যবহৃত ভারী গ্যান্ট্রি ক্রেন, কনটেইনার মুভারসহ অন্যান্য ভারী যন্ত্রপাতির মধ্যে দুর্ঘটনা ঘটলে যেন প্রাণহানি কমানো যায়, সেই বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে।

মহড়ায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বন্দর নিরাপত্তা বিভাগ ও চিকিৎসক দলের প্রতিটি ইউনিটকে শেখানো হয়েছে কিভাবে দুর্ঘটনাকবলিতদের রেসকিউ করা, দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দ্রুততম সময়ে হাসপাতালে পাঠানো যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]