DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ সভাপতি প্রার্থীর রগকর্তন, আটক-১

Online Incharge
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

ছাত্রলীগ সভাপতি প্রার্থীর রগকর্তন, আটক-১

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসের রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রবিন সরদারকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বাবার নামে টিকিট কেটে চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশের একটি বিমানে ঢাকায় অবতরণ করলে রবিনকে আটক করা হয়।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর থেকে এপিবিএনের গোয়েন্দা দল তাকে আটক করে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, গত ৩ সেপ্টেম্বর বিকেলে বাসন থানার আউটপাড়া লিংকন কলেজের সামনে থেকে ভাওয়ালবদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ফেরদৌসকে অপহরণ করে একই পদের প্রার্থী রবিন সরদার। অপহরণের পর গোপন স্থানে নিয়ে নিয়ে গিয়ে ফেরদৌসের রগ কেটে দেওয়াসহ মারপিট করা হয়। এ সময় ভুক্তভোগীর মায়ের নম্বরে ফোন করে মুক্তিপণও দাবি করা হয়। মুক্তিপণ নেওয়ার পর ফেরদৌসকে গাজীপুর সদর থানার শিববাড়ি মোড়ের হলিল্যাব হাসপাতালের সামনে ফেলে রেখে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, পরে পুলিশ গিয়ে ফেরদৌসকে উদ্ধার করে। এ ঘটনায় ফেরদৌসের মা বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ৪ সেপ্টেম্বর থানায় মামলা করেন। এরপর থেকেই প্রধান আসামি রবিন সরদারসহ অন্যান্য আসামিদের আটক অভিযান পরিচালনা করছে গাজীপুর মহানগর পুলিশের একাধিক দল। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রবিন সরদার ভিন্ন নামে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারে।

আগে থেকে প্রস্তুত সাদা পোশাকের এপিবিএন সদস্যরা এ সময় তাকে চট্টগ্রাম থেকে ঢাকা আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আটক করে। রবিনকে গাজীপুর মহানগর পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭