ঢাকামঙ্গলবার ২৮শে মার্চ ২০২৩
ঢাকামঙ্গলবার ২৮শে মার্চ ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

জবিতে সাংবাদিকতায় প্রশিক্ষণ পেলো শতাধিক শিক্ষার্থী

Online Incharge
মার্চ ১৯, ২০২৩ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

জবিতে সাংবাদিকতায় প্রশিক্ষণ পেলো শতাধিক শিক্ষার্থী

 

জবি সংবাদদাতাঃ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শিক্ষার্থীদের সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ শনিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। এতে অংশ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু হানিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ পরিচালিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ইমতিয়াজ উদ্দিন প্রমূখ।

 

দিনব্যাপী কর্মশালায় ‘প্রথম পাঠ, কলা কৌশল’ বিষয়ে জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুরাদ হুসাইন, মাল্টিমিডিয়া’ বিষয়ে চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনের ইনচার্জ মাজহার খন্দকার আলোচনা করেন। ‘ফিচার লেখার কৌশল’ বিষয়ে দৈনিক নবচেতনার বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, ‘সংবাদ উপস্থাপনা’ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ উদ্দীন, বিজনেস রিপোর্টিং ধারনা’ বিষয়ে চ্যানেল টোয়েন্টিফোর এর বিজনেস অ্যান্ড ইকোনমিক ডেস্কের বিশেষ প্রতিনিধি ইকবাল আহসান শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭