জাতীয় শোক দিবস উপলক্ষে আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ
ফরিদপুর প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি করেছে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ রোববার (১৩ আগস্ট) বিকালে উপজেলার কঠুরাকান্দি কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ছায়াযুক্ত বৃক্ষরোপণ করেন সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, আব্দুল্লাহ্ আল মামুন, আকিদুল সিকদার ও মেহেদী হাসান প্রমুখ।
এবিষয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, আজকের এ কর্মসূচির মাধ্যমে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবুজ শ্যামল সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। মানুষ ভালো থাকবে বলে তারা মনে করেন।