টঙ্গীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলার টঙ্গীর মধ্য আরিচপুরের গাজীবাড়ী এলাকা থেকে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাকিবুল হাসান ইমন (২০) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খারহাট গ্রামের হাসান মিয়ার ছেলে রাজধানী উত্তরার সানরাইজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি টঙ্গীর গাজীবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ইমনের মা রোকসানা বেগম বলেন, ‘প্রায়ই রাত জেগে তাঁর বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করত ইমন। মঙ্গলবার ভোরে দোকান থেকে ফিরে নিজ ঘরে চলে যায়। পরে দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে গিয়ে ইমনের ঝুলন্ত লাশ দেখতে পাই।
টঙ্গী পূর্ব থানার ওসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।