নলছিটিতে পরিবার কল্যান সেবা সপ্তাহর উদ্বোধন
আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২৩ এর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: গবিন্দ লাল কুন্ড ও ডা: সাবিনা আক্তার সুমী।
অনুষ্ঠান সঞ্চলনা করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আল আমিন মোল্যা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।