DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধীদের স্বনির্ভর করতে জয়পুরহাটের মেয়রের উদ্যোগ

Online Incharge
আগস্ট ২২, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবন্ধীদের স্বনির্ভর করতে জয়পুরহাটের মেয়রের উদ্যোগ

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

অসহায় প্রতিবন্ধীদের মাঝে স্বনির্ভরতার লক্ষ্যে ভ্রাম্যমাণ মালামালসহ জয় বাংলা মানবিক স্টল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে দশজন প্রতিবন্ধীর মাঝে পৌর মেয়রের নিজ তহবিল হতে এসব বিতরণ করা হয়।

 

যেসব শারীরিক প্রতিবন্ধীরা দোকান পেয়েছেন, আলী হোসেন,ইয়াছিন হোসেন,নমীম আক্তার, মায়া রানী, শিহাব হোসেন, সুরাইয়া বেগম, রেজাউল করিম, ছানোয়ার, জামিরুল, তুহিন।

 

এ সময় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, মেয়রের এই উদ্যােগ প্রশংসনীয়। সরকার কিংবা কোন একক ব্যাক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে অসহায় ও দুঃস্থদের জন্য এমন প্রকল্প বাস্তবায়ন বেশ কষ্টকর। সমাজের বিত্তবানদের এ কাজে অংশ গ্রহনের জন্য তিনি উদাত্ত আহবান জানান।

 

এসময় মেয়র জানান, অসহায় মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১১:৫৫
  • ৪:১৫
  • ৬:০০
  • ৭:১৪
  • ৫:৪৬