ফরিদপুরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ ডাকাত আটক
মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক দুটি অভিযানে জাহিদ শেখ নামে এক সাজাপ্রাপ্ত আসামীসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে গুনবহা তালতলা এলাকা থেকে বোয়ালমারী থানা পুলিশ অভিযান চালিয়ে জাহিদ শেখকে গ্রেপ্তার করে।
এদিন ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বনমালিপুরের একটি মেহগনি বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হল-জাকির হোসেন, পিকুল শেখ, এরশাদুজ্জামান ইমন, সবুজ শেখ ও আনোয়ার শেখ। এসময় তিনটি রামদা,একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার রড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যসের বাড়ি ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলায়।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম বৃহস্পতিবার জানান, সাজাপ্রাপ্ত জাহিদ শেখ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামী। সম্প্রতি জেলা শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ার পর জাহিদ শেখের অনুপস্থিতিতে ১বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করে। রায়ের পুর্ব থেকেই পলাতক ছিল আসামী জাহিদ শেখ।
এ ছাড়াও চুরি,মারামারি,মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদান ও নারী নির্যাতনসহ মোট ১৩টি মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে। জাহিদ শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে। গতকাল দুপুরে পুলিশ পাহারায় ফরিদপুর বিচারিক আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, জাহিদ শেখ আদালতের একজন সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে উল্লেখ করে ৫ ডাকাত গ্রেপ্তার প্রসঙ্গে তিনি জানান, আন্তঃজেলা ডাকাত, দস্যু, প্রতারক ও চোর চক্রের সক্রিয় সদস্য ছিল গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা। তারা ফরিদপুর ও আশপাশের বিভিন্ন জেলায় একাধিক ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মাদক ও প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।