DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪
ঢাকাশুক্রবার ৪ঠা অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

Abdullah
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী
পালিত

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ আ’লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ফরিদপুরে পালিত হয়েছে।

বাংলাদেশ তথা উপমহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮৭ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর-২ নির্বাচনী এলাকা নগরকান্দা ও সালথা উপজেলায় দোয়া মাহফিল এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো প্রয়াত নেতাকে স্মরণ করেন।
বাদ আসর সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সালথা উপজেলার রসুলপুর গ্রামে তাঁর নিজ বাসভবন “হামিদ মঞ্জিলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ আকরাম আলী (ধলা হুজুর)। দোয়া ও মিলাদ মাহফিলে সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী তার মায়ের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়ার আবেদন রাখেন।

সাজেদা চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তব্য দেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামিম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারন সম্পাদক ঝর্ণা হাসান, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া প্রমূখ। এছাড়াও এসময় জেলা আওয়ামী লীগ, সালথা ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সোমবার সকালে বনানী কবরস্থানে মরহুমার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সৈয়দা সাজেদা চৌধুরী ১৯৩৫ সালের ৮ মে মাগুরায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুন। তাঁর স্বামী ছিলেন ভাষা সৈনিক ও বীমা ব্যক্তিত্ব প্রয়াত গোলাম আকবর চৌধুরী।

আরো পড়ুন :  রামপালে মৎস্যঘের লুটের অভিযোগে সংবাদ সম্মেলন

ব্যক্তিগত জীবনে তিন ছেলে ও এক মেয়ের জননী সাজেদা চৌধুরী ফরিদপুর-২ আসন থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ছিলেন জাতীয় সংসদের উপনেতা। ‘৯৬-এর আওয়ামী লীগ সরকারে তিনি পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর ছিলেন সাজেদা চৌধুরী। বাংলাদেশ আ’লীগের দুর্দিনে সাধারণ সম্পাদক হিসেবে দলের হাল ধরেছিলেন প্রয়াত এ নেত্রী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯