DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফাউসিকে ট্রাম্পের দেয়া হুমকির কড়া সমালোচনা করেছেন বারাক ওবামা

News Editor
নভেম্বর ৩, ২০২০ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শীর্ষ মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিকে বরখাস্ত করতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকির কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  স্থানীয় সময় সোমবার জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় বাইডেনের প্রচারসভায় যোগ দেন ওবামা। 

ওবামা বলেন, ফাউসি ট্রাম্প প্রশাসনের অল্প কয়েকজনের মধ্যে একজন, যিনি করোনা মহামারীকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। অথচ পুনর্নির্বাচিত হলে ট্রাম্প ফাউসিকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন।

তিনি ট্রাম্পের নির্বাচনী সমাবেশকে কোভিড সংক্রমণের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। 

নিরাপত্তার চেয়ে সমাবেশে বেশি মানুষের উপস্থিতিকে ট্রাম্প গুরুত্ব দিচ্ছেন বলে অভিযোগ তোলেন।

ওবামা অভিযোগ করে বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে করা হবে না বলেই জানিয়ে দেয়া হয়েছে। জর্জিয়াবাসীকে তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প প্রশাসন আরও কত খারাপ হতে পারে, তা এখনও দেখার অপেক্ষায়!

ফাউসিকে রেখে ট্রাম্পকে বিদায় করব: বাইডেন

এর আগে শনিবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ফাউসি করোনা মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন।  তিনি বলেন, ট্রাম্প প্রশাসন কোভিড-১৯ মোকাবেলায় সিরিয়াস ছিল না। তার এ বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি পুননির্বাচিত হলে ফাউসিকে বরখাস্ত করবেন। 

 যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৬৭ হাজার ৫৪৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬১ লাখ ৭১ হাজার ৪০২ জন।

এই সংক্রমণ পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের মানুষ ভোট দিতে যাবেন।  মহামারীর কারণে এবার যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ আগাম ভোট দিয়েছেন।

করোনার কারণে এবারের নির্বাচনী প্রচারে ট্রাম্প ও বাইডেনের সঙ্গে আলোচনায় ছিলেন ফাউসি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬