DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৭ই অক্টোবর ২০২৪
ঢাকাসোমবার ৭ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফুলছড়িতে বিদ্যালয়ের ভবন নির্মাণে এলজিইডির ব্যাপক অনিয়ম

DoinikAstha
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্যে কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এলজিইডির বিরুদ্ধে । জানা যায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এলজিএইডির বাস্তবায়নে মামুন ইন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বিদ্যালয়ের ভবন নির্মানের প্রায় ৯০ লক্ষ টাকা বরাদ্দের এই কাজ পান।ভবন নির্মাণের শুরু থেকেই ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে অনিয়ম করে আসে।তবে কোন কিছু কে তোয়াক্কা না করেই একের পর এক কাজের অনিয়ম শুরু করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য সিঁড়ি ঢালাই করার ৬ দিনের মাথায় ভেঙে পড়লে ঐ এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।এরপর জনসাধারণ ভবনের রিন্টন কাঠ দিয়ে ধাক্কা দিলে ধুরমুর করে ভেঙে পড়তে থাকলে জনসাধারণ কাজ বন্ধ করে দেন।

আতিকুর নামে এক ব্যক্তি বলেন,আমরা এই স্কুলে পড়েছি। আমাদের চোখের সামনে নিম্নমানের কাজ করবে আমরা সেটা মেনে নিব না।তাই আমরা কাজ বন্ধ করে দিয়েছি।যদি রিন্টন ও সিঁড়ি ঢালাই ভেঙে নতুন করে কাজ না করে তাহলে আমরা কাজ করতে দিবো না।তাছাড়া ভবন বাঁকা করে ও নির্মাণ করেছে।

ফুলছড়ি উপজেলা এলজিইডি উপ সহকারী প্রকৌশলী মো ইস্তাম্বুল হোসেন বলেন,কাজে অনিয়মের খোঁজ পেয়েছি। তবে ভবনের যে অংশ গুলো নিম্নমানের কাজ হয়েছে সেগুলো ভেঙে নতুন করে কাজ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১