ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

বগুড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, হার্ট এ্যাটাকে মারা গেল পিতাও

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০১০ বার পড়া হয়েছে

বগুড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, হার্ট এ্যাটাকে মারা গেল পিতাও

আস্থা ডেস্কঃ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাথাইল চাপড় এলাকায় পারভেজ আলম (৪০) নামে এক কলেজ প্রভাষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে শাজাহানপুরের মাথাইল চাপড় এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ছেলের হত্যার খবর পেয়ে পারভেজের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বলেন, শনিবার সকালে পারভেজ সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার থেকে পাঁচজন সন্ত্রাসী এসে তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কোপাতে থাকেন। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে গিয়ে তাকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, ছেলের মৃত্যুর খবর শুনতে পেয়ে পারভেজের বাবা সাবেক মেম্বার মন্টু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। এর প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে স্থানীয় সন্ত্রাসী সাগর ও তার লোকজন চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে। ওই সময় পান্না বেঁচে যান। তবে তখন ছোট ভাই পারভেজের ক্ষতি করার হুমকি দিয়েছিল। আজকে সে ঘটনাই সত্যি হলো।

শাজাহানপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

বগুড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, হার্ট এ্যাটাকে মারা গেল পিতাও

আপডেট সময় : ০২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, হার্ট এ্যাটাকে মারা গেল পিতাও

আস্থা ডেস্কঃ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাথাইল চাপড় এলাকায় পারভেজ আলম (৪০) নামে এক কলেজ প্রভাষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে শাজাহানপুরের মাথাইল চাপড় এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ছেলের হত্যার খবর পেয়ে পারভেজের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। পারভেজ আলম উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। তিনি স্থানীয় বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বলেন, শনিবার সকালে পারভেজ সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার থেকে পাঁচজন সন্ত্রাসী এসে তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কোপাতে থাকেন। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে গিয়ে তাকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, ছেলের মৃত্যুর খবর শুনতে পেয়ে পারভেজের বাবা সাবেক মেম্বার মন্টু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন। এর প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে স্থানীয় সন্ত্রাসী সাগর ও তার লোকজন চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে। ওই সময় পান্না বেঁচে যান। তবে তখন ছোট ভাই পারভেজের ক্ষতি করার হুমকি দিয়েছিল। আজকে সে ঘটনাই সত্যি হলো।

শাজাহানপুর থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।