DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

Astha Desk
আগস্ট ১৯, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

 

আশরাফুল ইসলাম রাজন/কটিয়াদী প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (১৯ই আগস্ট) দুপুরে হিলচিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

হিলচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান বাবু সুব্রতপাল।

 

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কেন্দ্রীয় যুবলীগ নেতা এডভোকেট মোঃ আরকান মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুন্নবি হোসেন নিলয়, বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শফিক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নাদিম মাহমুদসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

 

এ সময় বাবু সুব্রতপাল বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নিবির্শেষে আবারও নৌকা মার্কায় ভোট আহবান জাজান, তিনিই নৌকার মাঝি হিসেবে এ আসনে মনোনয়ন পাবেন বলে দৃঢ়ভাবে মতামত ব্যক্ত করেন।

পরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিকলী বাজিতপুর উপজেলার গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায়, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে চান সকলের কাছে দোয়া চান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০