বিএনপির আবেদন এখনো যাচাই-বাছাই চলছে-ডিএমপি
স্টাফ রিপোর্টারঃ
সরকার পতনের এক দফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চায়। এ ব্যাপারে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে সংগঠনটি। তবে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির আবেদন এখনো যাচাই-বাছাই চলছে। দলটিকে যেখানে অনুমতি দেওয়া হবে সেখানেই সমাবেশ করতে হবে।
আজ বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ব্রিফ করে এসব কথা বলেন,
ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশ অনুমতি দিলেও নয়াপল্টনে সমাবেশ করবে না দিলেও নয়া পল্টনে করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার আইনি কাঠামোর মধ্যে থেকে কথা বলতে হবে। কারো বক্তব্যের ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। যেখানে সমাবেশের অনুমতি দেওয়া হবে সেখানেই বিএনপিকে সমাবেশ করতে হবে।
ড. খ. মহিদ উদ্দিন বলেন, সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানাই আইনি কাঠামোতে দেওয়া শর্তগুলো যেন তারা অনুসরণ করে। ঢাকা শহরে কোনো রাজনৈতিক দলের সমাবেশ কোনো মাঠে করাই শ্রেয়। বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোকে সেটি আমার বলেছি।
সব রাজনৈতিকদলগুলোকে দায়িত্বশীল আচরণ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত এ পুলিশ কমিশনার।