DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মা হতে চলেছেন অভিনত্রী অনিতা হাসানন্দনি (ভিডিও)

News Editor
অক্টোবর ১০, ২০২০ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

অভিনেত্রী অনিতা হাসানন্দনি ও রোহিত রেড্ডির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এই সুখবর দিয়েছেন অনিতা ও রোহিত দুজনেই।  প্রিয় অভিনেত্রীর মা হতে চলার খবরে অনিতা হাসানান্দনিকে শুভচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগী ও শুভাকাঙ্খীরা।

অনিতা মা হতে চলেছেন এই জল্পনা অবশ্য বহুদিন ধরেই চলছিল। 

গত ২২ অগস্ট অনিতার স্বামী রোহিত রেড্ডির পোস্ট করা একটি ভিডিয়ো দেখেই অনুরাগীরা অনুমান করে নেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা।

‘অনিতা অন্তঃসত্ত্বা’, অনেকেই রোহিত রেড্ডির ইনস্টাপোস্টের নিচে কমেন্ট করতে থাকেন।

জল্পনা তৈরি হলেও অনিতা ও রোহিত অবশ্য মুখে কুলুপ এঁটেছিলেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার সুন্দর একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সুখবর দেন অনিতা ও রোহিত।

২০২১-এ অনিতা ও রোহিতের পরিবারে আগমন হবে নতুন অতিথির।

https://www.instagram.com/p/CEMvZBWhcD3/?utm_source=ig_embed

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।