ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুলের শোক Logo রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের মৃত্যুতে প্রবাস থেকে শোক প্রকাশ করলেন সেলিম রেজা Logo নলছিটিতে বিএনপির পক্ষে জনসংযোগ ও পথসভা করলেন এ্যাড. শাহাদাৎ হোসেন Logo কাঁঠালিয়ায় গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশির লিফলেট বিতরণ

মির্জাপুরে সরকারি চাল পাচার, সাতজনের বিরুদ্ধে মামলা

News Editor
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সরকারি চাল উদ্ধারের ঘটনায় ডিলারসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার এক ব্যবসায়ীর ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার মহেড়া ইউনিয়নের পিটিসি বাজারের লাকড়ি ব্যবসায়ী তুলু মিয়ার দোকানে অভিযান চালিয়ে তিন হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করে পুলিশ।

এ সময় সরকারি চালের ৩০ কেজি ওজনের ১১৪ খালি বস্তা উদ্ধার এবং লাকড়ি ব্যবসায়ী তুলু মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়। তুলু মিয়া মহেড়া গ্রামের বান্দু মিয়ার ছেলে। ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তুলুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার ১৪ ইউনিয়নের ১৪ হাজার ৬১৪ জন দরিদ্র মানুষের মধ্যে কার্ড বিতরণ করা হয়। চাল বিক্রির জন্য প্রত্যেক ইউনিয়নে দুইজন করে ডিলার নিয়োগ দেয়া হয়। কার্ডধারীরা প্রতি বছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ডিলারের দোকান থেকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারেন।

মহেড়া ইউনিয়নে সোহরাব হোসেন ও আলমগীর হোসেন নামে দুইজন ডিলারের দোকান থেকে ইউনিয়নের এক হাজার ৪৬ জন কার্ডধারীর সেপ্টেম্বর মাসের চাল পাওয়ার কথা।

আট শতাধিক কার্ড নতুন হওয়ায় ডিলাররা বিলম্বে অর্থাৎ ২৯ ও ৩০ সেপ্টেম্বর ইউনিয়নে চাল বিক্রি করেন। পিটিসি বাজারের লাকড়ি ব্যবসায়ী তুলুর দোকানে ১১৪ বস্তা সরকারি চাল পাচারের জন্য মজুত করা হয়। বৃহস্পতিবার রাতে এসব সরকারি চালের বস্তা বদল করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৭১ বস্তা চাল ও ৩০ কেজি ওজনের ১১৪ খালি বস্তা উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা বদলের কাজে নিয়োজিতরা পালিয়ে যান।

এরপর তুলু মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মির্জাপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল হাসান রাসেল সাতজনকে আসামি করে শুক্রবার থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- তুলু মিয়া, ডিলার আলমগীর হোসেন, ওহাব, হান্নান, মফিজ উদ্দিন, রাজন ও রাসেল। এরই মধ্যে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তুলুকে আদালতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সজল বলেন, ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তুলু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ডিলার আলমগীর হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে সবাইকে গ্রেফতার করা হবে।

মির্জাপুরে সরকারি চাল পাচার, সাতজনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সরকারি চাল উদ্ধারের ঘটনায় ডিলারসহ সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার এক ব্যবসায়ীর ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার মহেড়া ইউনিয়নের পিটিসি বাজারের লাকড়ি ব্যবসায়ী তুলু মিয়ার দোকানে অভিযান চালিয়ে তিন হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করে পুলিশ।

এ সময় সরকারি চালের ৩০ কেজি ওজনের ১১৪ খালি বস্তা উদ্ধার এবং লাকড়ি ব্যবসায়ী তুলু মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়। তুলু মিয়া মহেড়া গ্রামের বান্দু মিয়ার ছেলে। ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তুলুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মির্জাপুর উপজেলার ১৪ ইউনিয়নের ১৪ হাজার ৬১৪ জন দরিদ্র মানুষের মধ্যে কার্ড বিতরণ করা হয়। চাল বিক্রির জন্য প্রত্যেক ইউনিয়নে দুইজন করে ডিলার নিয়োগ দেয়া হয়। কার্ডধারীরা প্রতি বছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ডিলারের দোকান থেকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারেন।

মহেড়া ইউনিয়নে সোহরাব হোসেন ও আলমগীর হোসেন নামে দুইজন ডিলারের দোকান থেকে ইউনিয়নের এক হাজার ৪৬ জন কার্ডধারীর সেপ্টেম্বর মাসের চাল পাওয়ার কথা।

আট শতাধিক কার্ড নতুন হওয়ায় ডিলাররা বিলম্বে অর্থাৎ ২৯ ও ৩০ সেপ্টেম্বর ইউনিয়নে চাল বিক্রি করেন। পিটিসি বাজারের লাকড়ি ব্যবসায়ী তুলুর দোকানে ১১৪ বস্তা সরকারি চাল পাচারের জন্য মজুত করা হয়। বৃহস্পতিবার রাতে এসব সরকারি চালের বস্তা বদল করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৭১ বস্তা চাল ও ৩০ কেজি ওজনের ১১৪ খালি বস্তা উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা বদলের কাজে নিয়োজিতরা পালিয়ে যান।

এরপর তুলু মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মির্জাপুর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদুল হাসান রাসেল সাতজনকে আসামি করে শুক্রবার থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- তুলু মিয়া, ডিলার আলমগীর হোসেন, ওহাব, হান্নান, মফিজ উদ্দিন, রাজন ও রাসেল। এরই মধ্যে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তুলুকে আদালতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সজল বলেন, ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তুলু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ডিলার আলমগীর হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে সবাইকে গ্রেফতার করা হবে।