DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকারবিবার ২৪শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

যৌনতা বলিউডের কাজ পাওয়ার একটা উপায় বললেন সানা

News Editor
নভেম্বর ১, ২০২০ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

যৌনতা কাজ পাওয়ার একটা উপায়। আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়েছেন, সেটা যেকোনো কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা- সম্প্রতি বলিউড ছেড়ে দেয়া সানা ফাতিমা এমনটাই বললেন।  

বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বিষয়টি খোলসা করেন। সানা শেখ আরো বলেছেন, ৩ বছর বয়সে আমাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। তারপর থেকে লড়াই চলছে।

দঙ্গল অভিনেত্রী বলেন, আমাকে অনেকে বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মতো সুন্দর না। তুমি কীভাবে নায়িকা হবে? সৌন্দর্যের মাপকাঠি হয়তো এটাই, আমি ওই তালিকার পড়ি না। তবে আমার মতো সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।

যৌনতা বলিউডের কাজ পাওয়ার একটা উপায় বললেন সানা

বলিউডের মি. পারফেকশনিস্ট আমির খানের ‘দঙ্গল’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিল ফতিমা সানা শেখ। 

ফাতিমা সানা শেখ একজন আলোকচিত্ৰকরও। সানা  প্রধানত বলিউডের চলচ্চিত্রে কাজ করে থাকেন এবং এর পাশাপাশি ভারতীয় বিভিন্ন টেলিভিশনে ধারাবাহিকে অভিনয় করে থাকেন। চাচী ৪২০ চলচ্চিত্রে শিশু চরিত্রে ভারতীতে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি বেশ পরিচিত একটি মুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০০
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৪:৩৫
 • ১১:৫৫
 • ৪:১৫
 • ৬:০০
 • ৭:১৪
 • ৫:৪৬