DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়িতে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Online Incharge
নভেম্বর ১১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

রোয়াংছড়িতে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হ্লাছোহ্রী মারমা/রোয়াংছড়ি প্রতিনিধিঃ

জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রোয়াংছড়ি মাল্টিপারপাস মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শৈক্যমং মারমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন জয় তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা।

এতে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পুরুকান্তি তঞ্চঙ্গ্যা, আইন বিষয়ক সম্পাদক মংহাইনু মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাউসাং মারমা, জাতীয় শ্রমীক লীগের সভাপতি হ্লাছোহ্রী মারমা, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জ্ঞান বিকাশ তঞ্চঙ্গ্যা, ছাত্রলীগের সভাপতি অংসিংউ মারমা প্রমূখ।

এতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং সাংগঠনিক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন শেষে মাল্টিপারপাস মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক উমংনু মারমা, মহিলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ক্যাইয়ি মারমাসহ প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দরা।

আলোচনায় প্রধান বক্তা বলেন, সরকার গঠনের পর মিশন ৪১ সালের টার্গেট রেখে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের ৩০০নং আসনে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে নিবার্চিত করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার জন্য একান্নতম (৫১) যুব লীগের কেক কাটা অনুষ্ঠানের প্রত্যাশা করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪