DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রোয়াংছড়িতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নঃ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Ellias Hossain
অক্টোবর ২৪, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

রোয়াংছড়িতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নঃ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় UN Women সংস্থার অর্থায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘ ( বিএনপিএস) সহযোগিতায় অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) উদ্যোগের নারী ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন: বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর ২০২৩) আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়া ঘিলাফুল লাইব্রেরিতে অনন্যা কল্যাণ সংগঠনের নিবার্হী পরিচালক ডনাইপ্রু মারমা নেলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা।

এসময়ে একেএস নিবার্হী পরিচালক নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নঃ বিষয়ক বিষয়ে স্লাইড শো প্রেজেন্টেশন মাধ্যমে আলোচনা করেন। এবং যুব নারীদের ক্ষমতায়ন, দেশ পরিচালনা, সংগঠন পরিচালনার কাজে নারীদের অংশগ্রহণ করতে সুনিশ্চিত হতে হবে।

এতে অনন্যরা উপস্থিত ছিলেন, গ্রাউস সংস্থার এরিয়া কো-অর্ডিনেটর অংচউ মারমা, ইউপি সদস্য ভারত সেন তঞ্চঙ্গ্যা, মহিলা সদস্যা থুইসাংপ্রু মারমা, অঞ্জনা দেবী তঞ্চঙ্গ্যা, পাইম্রাউ মারমা, ভোরের কাগজে রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি সাথোয়াইঅং মারমা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, একেএস সংস্থার ফ্যাসিলিটেটর মার্গ্রেড ত্রিপুরা, যুব নারী প্রতিনিধিসহ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬