লক্ষীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিন কেন্দ্রের ফল বাতিল
স্টাফ রিপোর্টারঃ
অনিয়মের অভিযোগে লক্ষীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩ টি কেন্দ্রের ভোটের ফল বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
ইসি সচিব জানান, অনিয়মকৃত ৩টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, লক্ষ্মীপুর-৩ ও ব্রাক্ষ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের গেজেট শিগগিরই প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর এই দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুই আসনেই নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থীরা। লক্ষ্মীপুর–৩ আসনে গোলাম ফারুক পিংকু আর ব্রাহ্মণবাড়িয়া–২ এ সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
ভোটের পর অনিয়মের অভিযোগ উঠলে লক্ষীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত করে নির্বাচন কমিশন। তদন্তের ফলাফল সাপেক্ষে পরবর্তীতে গেজেট প্রকাশ করা হবে।
বেসরকারি ফল ঘোষণার পর লক্ষ্মীপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে এক ব্যক্তি অনবরত ব্যালটে সিল মেরেছেন বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করেন।