সোনা চুরির মামলায় আটক-৮, ৯৪ ভরি সোনা উদ্ধার
আস্থা ডেস্কঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় কাস্টমসের ৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদিউজ্জামান জিল্লু।
বদিউজ্জামান জিল্লু বলেন, কাস্টমসের ৪ সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা ৪ সিপাহিকে আটক করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯৪ ভরি সোনা। আটককৃদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃরা হলো, সহকারী রাজস্ব কর্মকর্তারা মোঃ শহিদুল ইসলাম (৩৬), আকরাম শেখ (৩৬), সাইদুল ইসলাম সাহেদ (৩৩) ও মোঃ মাসুম রানা (৩৩)।
সিপাহীরা হলো, মো. রেজাউল করিম (৩৬), মোঃ মোজাম্মেল হক (৩৫), মোঃ আফজাল হোসেন (২৯), মোঃ নিয়ামত হাওলাদার (২৭)।
প্রসঙ্গত, ২২ আগস্ট একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, ঢাকা কাস্টম হাউজের বিমানবন্দর ট্রানজিট গুদামে ৫৫ কেজি সোনা পাওয়া যাচ্ছে না। এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে ২ সেপ্টেম্বর। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন ৩ সেপ্টেম্বর। এ ঘটনায় মামলা হয় অজ্ঞাতদের আসামি করে।