DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

অর্থ আত্মসাতের অভিযোগ, বিশ্বকাপে আলভেজকে নিয়ে সংশয়

Doinik Astha
নভেম্বর ১৪, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

দরজায় কড়া নাড়ছে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের। বরাবরের মতো এবারের বিশ্বকাপেও হট ফেভারিটের তকমা নিয়ে কাতার যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপ মিস করলেও সদ্য ঘোষিত ২৬ জনের চূড়ান্ত দলে রয়েছেন ৩৯ বছর বয়সী রাইট ব্যাক দানি আলভেজ। কিন্তু তিনি আসলেই বিশ্বকাপের মঞ্চে মাঠে নামতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠছে।

গত ৭ নভেম্বর সেলেসাওদের কোচ তিতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন। যেখানে মূল আলোচনায় ছিল রাইট ব্যাক দানি আলভেজের দলে অন্তুর্ভূক্তি। কারণ, ব্রাজিলের ফুটবল ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে জায়গা পেয়েছেন এ ডিফেন্ডার।

বিশ্বকাপে ব্রাজিলের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড এতোদিন ছিল দেলমা সান্তোসের দখলে। তিনি ১৯৬৬ সালে যখন ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নিয়েছিলেন, তখন তার বয়স ছিল ৩৭ বছর। তার সে রেকর্ড ৫৬ বছর পর ভেঙে দিতে যাচ্ছেন দানি আলভেজ। কাতার বিশ্বকাপে মাঠে নামলেই অনন্য এ রেকর্ড গড়বেন তিনি। আবার এই রেকর্ড থেকে বঞ্চিত হতে পারেন তিনি। কারণ বিশ্বকাপে তার খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ আলভেসের নামে উঠেছে এক গুরুতর অভিযোগ। একটি এনজিও প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল পাবলিক মিনিস্ট্রি।

স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস রবিবার (১৩ নভেম্বর) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বার্সেলোনার সাবেক রাইটব্যাক আলভেসের বিরুদ্ধে এনজিও’র নামে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জি গ্লোবের বরাত দিয়ে এসএস আরও জানায়, এনজিও’র জন্য গঠিত ফান্ড থেকে ৬.২ মিলিয়ন রেইজ (ব্রাজিলিয়ান মুদ্রা) বা ১১ কোটি ৮০ লাখ টাকা নিয়েছেন আলভেস। অথচ এনজিও’র প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি বা করতে পারেননি তিনি। অবশ্য ওই তদন্ত বা আইনি প্রক্রিয়ায় আলভেসের বিশ্বকাপে অংশ নেওয়ায় কোন বাধা আছে কিনা জানানো হয়নি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮