DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আজ ঐতিহাসিক ৭ই মে

এম এইচ ইলিয়াছঃ
মে ৭, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

আজ ঐতিহাসিক ৭ই মে

এম এইচ ইলিয়াছঃ

আজ ঐতিহাসিক ৭ই মে। অবৈধ শাসন ব্যবস্থা হত থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকার।

কিন্তু সাহসী শেখ হাসিনা তৎকালীন সরকারের বেআইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফেরার ঘোষণা দেন। স্বদেশ প্রত্যাবর্তনে শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা, সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তদানীন্তন তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়।

২০০৭ সালের সময়টা ছিল অন্যরকম, গণতন্ত্র আর রাজনীতির জন্য এক গুমোট পরিস্থিতি, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত সফর শেষে ৫২ দিন পর দেশে ফেরেন শেখ হাসিনা। যদিও এর আগে তার দেশে ফেরায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো।

২০০৭ সালের আজকের দিনে বিকেল ৫ টার কিছু পরে ঢাকায় বিমানবন্দরে পোঁছান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এয়ারপোর্টে নেমে শুভেচ্ছা জানান দেশবাসীকে, রাজনীতি নিয়ে কথা না বললেও তার কন্ঠে ছিলো সেই সময়ের সরকারের প্রতি হুশিয়ারি।

শেখ হাসিনা বলেন, আমাদের আসতে বাঁধা দিয়ে যে ভুল করেছে আবার যদি এই রকম কিছু করতে যায় তবে আরেকটা ভুলের মধ্যে পড়বে, এইটুকু বলতে পারি।

শেখ হাসিনাকে বরন করে নিতে সে দিন দুপুরে এয়ারপোর্টের আশেপাশে গুটিকয়েক মানুষ দেখা গেলেও হঠাৎই পাল্টে যায় সেই দৃশ্যপট। মুহুর্তেই এয়ারপোর্ট এলাকা পরিনত হয় জনসমুদ্রে। বোঝার উপায় ছিলো না হাজার হাজার নেতা-কর্মী কোথা থেকে এলো।!?

ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকায় ব্যানার ফ্যাস্টুন বহনে নিষেধাজ্ঞা থাকলেও জন মানুষের আবেগের কাছে ভেসে যায় সব কিছু, গাড়ির সামনে হাজার মানুষের মিছিল, মোটরসাইকেল আর গাড়ির বহর নিয়ে তিন ঘন্টায় ধানমন্ডির ৩২ নাম্বার সড়কে বঙ্গবন্ধু ভবনে পৌছান বঙ্গবন্ধু কন্যা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩