DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইরানের পরমাণু চুক্তিকে সমর্থন চীনের

News Editor
অক্টোবর ১১, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে একটি নতুন ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একইসঙ্গে ইরানের পরমাণু চুক্তির প্রতি চীনের সমর্থন পুর্নব্যক্ত করেন তিনি। শনিবার চীনের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় তেংচং শহরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক বৈঠককালে এ আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সবার সমান অংশগ্রহণে একটি আঞ্চলিক বহুপাক্ষিক সংলাপ প্লাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে। এই ফোরাম সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পারষ্পরিক সমঝোতা বাড়াবে ও নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই ফোরামে প্রবেশের পূর্বশর্ত হিসেবে ইরানের পরমাণু চুক্তিকে সমর্থন করার কথা উল্লেখ করেন ওয়াং। ওবামা প্রশাসনের উদ্যোগে শুরু ও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কারণে ত্যাগ করা ওই পরমাণু চুক্তিতে চীনের পুরোপুরি সমর্থনের কথা জানান তিনি।

চীন-ভারত সীমান্তে উত্তেজনা, সতর্ক করল যুক্তরাষ্ট্র

এক টুইটার বার্তায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে করে আলোচনাকে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন জাভেদ জারিফ। তিনি আরো জানান, বৈঠকে মার্কিন একতরফাবাদ ও করোনভাইরাসের ভ্যাকসিনের বিকাশের ক্ষেত্রে কৌশলগত সম্পর্ক এবং সহযোগিতার দিকে মনোনিবেশ করা নিয়েও আলোচনা করেছেন তারা।

সূত্র- এনডিটিভি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮