DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণিতে নেই শিক্ষার্থী

Abdullah
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, তিন শ্রেণিতে নেই শিক্ষার্থী

 

নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন কালে তিন শ্রেণিতে কোন শিক্ষার্থী পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন।

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরিদর্শনে দুটি ক্লাশে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি মিললেও ৩টি শ্রেণিতে কোন শিক্ষার্থীর দেখা মেলেনি। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসন্তুষ্ট হয়ে তাঁর সরকারী ফেসবুক আইডিতে কয়েকটি ছবি শেয়ার করেন।

খোঁজ নিয়ে জানা যায়, কায়েমপুর উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৭ জন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ১৩ জন।

কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদার সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারনে ছাত্র-ছাত্রীর উপস্থিতি কম ছিল। তবে এর আগে শিক্ষার্থীদের উপস্থিতি যথেষ্ট ভাল ছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন বলেন, কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায় ৭ম ও ৮ম শ্রেণির হাতেগনা কয়েকজন শিক্ষার্থী থাকলেও ৬ষ্ঠ, ৯ম ও ১০ম শ্রেণিকক্ষ গুলো পুরো ফাঁকা। যা মোটেও কাম্য নয়। এ ধরনের ঘটনা দুঃখজনক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮