DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন ‘নুজহাত সাবিহা পুষ্পিতা’

News Editor
মে ১, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন ‘নুজহাত সাবিহা পুষ্পিতা’

সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধিঃ  নুজহাত সাবিহা পুষ্পিতা। চ্যানেল আই ক্ষুদে গানরাজের চ্যাম্পিয়ন। ইতোমধ্যে সে তার অসাধারণ গায়কী দিয়ে জয় করে নিয়েছে দর্শকদের মন। এরই ধারাবাহিকতায় দৈনিক আস্থা’র আজকের এই আয়োজন। সাথেই থাকুন।

জানঃ কেমন আছেন?

পুষ্পিতাঃ ভালো আছি। যদিও মহামারি পরিস্থিতিতে কেউ ই তেমন ভালো নেই। তবুও ভালো থাকার চেষ্টা করছি।

জানঃ সব মিলিয়ে দিনকাল কেমন চলছে?

পুষ্পিতাঃ চলছে, মোটামুটি ব্যস্ততার মধ্য দিয়েই।

জানঃ গান শেখার অনুপ্রেরণা কার কাছ থেকে পেলেন?

পুষ্পিতাঃ আমার মা ছোট থেকে গান করতেন। বাবা আবৃত্তি ও উপস্থাপনার সাথে জড়িত ছিলেন।সব মিলিয়ে সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়েই বড় হয়ে ওঠা৷ বাবা মা ই মূল অনুপ্রেরণা।

জানঃ চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর অভিজ্ঞতাগুলো বলুন।

পুষ্পিতাঃ অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গেলে শেষ হবে না। চ্যানেল আই ক্ষুদে গানরাজের মাধ্যমে প্রতিনিয়ত অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। যা জীবনে চলার পথে কাজে লাগাচ্ছি।

জানঃ নিয়মিত স্টেজ প্রোগ্রাম করেন। কোন ধরনের কনসার্ট করা হয় বেশি?

পুষ্পিতাঃ ভালো মানের সব ধরনের কনসার্টগুলোই করা হয় প্রায়। খুব বেশিও করি না। বেছে বেছে করি, যেখানে মনে হয় যে দর্শকরা  আমার গান পছন্দ করবেন।

জানঃ আপনার মৌলিক গানের সংখ্যা কম কেনো?

পুষ্পিতাঃ মৌলিক গান কম বললে, ভুল হবে৷ আমার প্রথম মৌলিক গানের একক এ্যালবাম প্রকাশিত হয় ২০১৮ সালে। সেখানে আমার বেশ খানেক ভালো মানের মৌলিক গান আছে। তার মধ্যে কিছু কিছু গান বের করা হয়েছে ইউটিউবে। আর কিছু কিছু গান এ্যালবামে আছে। আর কিছু কিছু গান ইতোমধ্যেই বের হয়েছে। প্রতিনিয়ত মৌলিক গান করে যাচ্ছি। এবার ঈদেই আমার নতুন একটি মৌলিক গান প্রকাশ পাবে “বৃষ্টির রেলগাড়ি” শিরোনামে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানার থেকে। গানটি লিখেছেন ও সুর করেছেন লুৎফর হাসান। মিউজিক করেছেন জন এবং কণ্ঠ দিয়েছি আমি ও লুৎফর হাসান।

জানঃ এখন গান শিখছেন কার কাছে?

পুষ্পিতাঃ বর্তমানে শিখছি উপমহাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ম্যাম এর স্কুল ‘সুরসপ্তক’ এ এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনে।

জানঃ পড়াশুনার কি খবর?

পুষ্পিতাঃ পড়াশুনা চলছে ভালোই। যেহেতু কলেজ বন্ধ, পড়াশোনার চাপ একটু কম।

জানঃ গান বাজনা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন?

পুষ্পিতাঃ গান নিয়ে স্বপ্ন অনেক বেশি। এমন কিছু গান গাইতে চাই কিংবা তৈরি করতে চাই, যে গানগুলো মানুষের হৃদয়ে স্থান পাবে।

জানঃ তরুণ শিল্পী হিসেবে আপনার বাংলাদেশ ভাবনা কেমন?

পুষ্পিতাঃ তরুণ শিল্পী হিসেবে আমি আশা করি, বাংলাদেশ একদিন অনেক দূর যাবে। বাংলাদেশে ভালো ভালো গান তৈরি হচ্ছে। প্রচুর সম্ভাবনাময় শিল্পী, কম্পোজার কাজ করছেন।

জানঃ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো?

পুষ্পিতাঃ খুব ভালো আয়োজন। “দৈনিক আস্থাকে অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এমন আয়োজন আরও হওয়া উচিত।

আস্থা/এস.এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬