DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

Abdullah
জানুয়ারি ১, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে নতুন বই হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা খাগড়াছড়িতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয়েছে বই উৎসব/২৪।

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। চোখে আনন্দের ঝিলিক। মুখে উচ্ছ্বাস। কারো চোখ চকচকে মলাটে আবার কেউ নাড়াচাড়াতেই ব্যস্ত। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উল্লাস। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা।

আজ সোমবার (১ জানুয়ারি) প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যায় খেজুর বাগান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অনুষ্ঠিত হয় পাঠ্যপুস্তক উৎসব/২০২৪।

এতে অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আব্দুর রহিম হৃদয় শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন। এসময় নতুন বই পেয়ে উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে সে উৎসবে যোগ দেন শিক্ষক ও অভিভাবকরা।

এবছর জেলার সরকারি ও বেসরকারি মিলে ৭০৬ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১৩০টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলেমেয়েরা নতুন বই পাচ্ছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪২৪ শিশুর মাঝে ৪ লাখ ৩০ হাজার ৩৬৭টি বই বিতরণের কথা রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৮৭ হাজার ২৪০ ছাত্রছাত্রী পাবে নতুন বই।

এদিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৩৮ হাজার ২৯১জন শিশু এবারও পাবে মাতৃভাষার বই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮