DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের বিতর্কিত কমিটি, মানছে না কর্মীরাই

News Editor
অক্টোবর ১১, ২০২০ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের টেকনাফ পৌর শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে নেতা-কর্মীদের মধ্যে। ‘অবৈধ কমিটি’, ‘ইয়াবা কমিটি’ আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছে পৌর ছাত্রদলের কর্মীরা।

কর্মীদের অভিযোগ- টেকনাফ পৌর ছাত্রদলের নতুন কমিটিতে ত্যাগী ও তরুণদের বাদ দিয়ে ইয়াবা ব্যবসায়ী ও অনুপ্রবেশকারীদের প্রাধান্য দেয়া হয়েছে। নেতা-কর্মীদের বিভক্ত করতেই এ কমিটি দেয়া হয়েছে। পৌর ছাত্রদলের নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই মনগড়া কমিটি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এ কারণে একতরফা কমিটি বাতিল করে তৃণমূলের যোগ্য নেতা-কর্মীদের কমিটিতে পদ দেয়ার দাবি জানান টেকনাফের ছাত্রদল নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের টেকনাফ পৌর ছাত্রদল। মিছিলটি টেকনাফ বাস টার্মিনাল থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এক পথসভায় মিলিত হয়।

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, গ্রেফতার ২

এ বক্তব্য রাখেন টেকনাফ পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. তাওহীদ আরমানী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান মুন্না, রহমত উল্লাহ, সেনায়েত উল্লাহ, তারেক আহমদ সাগর, শাহরাত কামাল, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক নাফিজসহ পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতা-কর্মী।

তারা বলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কতৃক ঘোষিত টেকনাফ পৌর ছাত্রদলের বির্তকিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। দলকে বিভক্ত করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। তৃণমূল নেতাদের সঙ্গে কোনো মতবিনিময় ছাড়া কোনো অনুপ্রবেশকারী, ইয়াবা ব্যবসায়ী টেকনাফ ছাত্রদলে প্রবেশ করতে পারবে না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮