ছাত্রদল-শিবিরকে বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশ
- আপডেট সময় : ০২:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬৪১ বার পড়া হয়েছে
ছাত্রদল-শিবিরকে বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশ
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে দ্বন্দ্বে না জড়াতে নিজ নিজ ছাত্র সংগঠনকে নির্দেশনা দিয়েছে বিএনপি ও জামায়াত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতেই এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেউ বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোর হাতে দমন করবে। সরকারের পক্ষ থেকে বিএনপি ও জামায়াতের হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পর ছাত্রদল ও ছাত্রশিবিরকে বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা কথা দিয়েছি ছাত্রদল সংঘর্ষ-বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আমরা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের বিষয়টি জানিয়ে দিয়েছি।
জামায়াতে ইসলামীর এক নায়েবে আমির ডাক্তার সৈয় আবু তাহের মুহাম্মদ সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছাত্রশিবির বা জামায়াতের বাইরের কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না। তবে, নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।