DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

টাস্কফোর্সের অভিযানে জাদুকাটায় ৯০ হাজার ঘনফুট বালু পাথর জব্দ

DoinikAstha
মার্চ ২৫, ২০২১ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সীমান্তনদী জাদুকাটায় প্রায় ৯০ হাজার ঘনফুট বালু-নুরি পাথর জব্দ করা হয়েছে। বুধবার দিনব্যাপী টাস্কফোর্সর অভিযানে সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা সীমান্ত নদী তীরে মালিকবিহিন অবস্থায় একাধিক স্থুপে মজুদকৃত ৫০ হাজার ঘনফুট নুরি পাথর ও ৪০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
এরপর প্রতি ঘনফুট নুরি পাথর ৫২ টাকা ও প্রতি ঘনফুট বালু ১৩ টাকা সর্বোচ্চ্য দরদাতাদের নিকট ভ্যাট সহ প্রায় ৩৬ লাখ টাকায় একই দিন সন্ধায় নদীর তীরে উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়।
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসের দায়িত্বশীল সুত্র জানায়,সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকা ও ফাজিলপুর বালু পাথর মহাল ইজারা প্রদান বন্ধ থাকা স্বত্বেও এক শ্রেণির ব্যবসায়ী বিক্রয়ের জন্য অবৈধভাবে খনিজ বালু পাথর সমৃদ্ধ জাদুকাটা নদীর তীর কেটে এমনকি নদী হতে বালূ নুরি পাথর মজুদ করে রাখেন।,
সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃংখলা কমিটির সভায় নদীর তীর কাটা রোধ ও অবৈধভাবে উক্তোলকৃত বালু পাথর জব্দ করতে টাস্কফোর্সের অভিযান চালাতে সিদ্ধান্ত গৃহিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) পদ্মাসন সিংহর নেতৃত্বে টাস্কফোর্সর অভিযানে বালূ পাথর জব্দ করন ও নিলামে তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার,পরিবেশ অধিদফÍর সিলেটের পরিদর্শক মাইদুল ইসলাম, র‌্যাব-৯ সিলেটের সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের ডিএডি জাহিদুল ইসলাম, ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় বিওপির হাবিলদার আব্দুর রহিম সহ র‌্যাব-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।,
বুধবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম বলেন,পরিবেশ ধ্বংস করে নদীর তীর কেটে বালূ পাথর উক্তোলন বন্ধ করতে করতে জেলা আইনশৃংখলা কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে।,

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩