DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ক্ষতিগ্রস্ত খামারীদের প্রায় ৫ কোটি টাকা প্রণোদনা

DoinikAstha
এপ্রিল ১, ২০২১ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় প্রাণীসম্পদ দপ্তরের আওতায় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত খামারীদের প্রায় ৫ কোটি টাকা প্রণোদনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ১লা এপ্রিল উপজেলা প্রাণীসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপালের আয়োজনে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এল.ডি.ডি.পি) Emergency Action Plan এর আওতায় সুফলভোগী খামারীদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো অর্ডিনেটর ড. মো. গোলাম রাব্বানী।

ত্রিশাল উপজেলা প্রাণীসম্পদ অফিসার ড. মোহাম্মদ হারুন অর রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন ত্রিশাল ডেইরি এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান অতিথি খামারীদের সাথে মত বিনিময়কালে খামার ব্যবস্থাপনা, করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত খামারীদের আর্থিক প্রণোদনা প্রাপ্তির বিষয়ে আলোচনা করেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ হারুন অর রশিদ জানান এ পর্যন্ত ত্রিশাল উপজেলায় ৪৪১৩ জন খামারী বিভিন্ন ক্যাটাগরিতে প্রনোদনা প্রাপ্ত হয়েছেন যা টাকার অংকে ৪ কোটি ৮৭ লক্ষ ৬৮ হাজার ২৫০ টাকা। প্রণোদনা প্রাপ্তিতে অনুষ্ঠানে উপস্থিত খামারীরা প্রাণীসম্পদ দপ্তরের উত্তর উত্তর সাফল্য কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তানজিলা ফেরদৌসি, ময়মনসিংহ সদর ভেটেরিনারি সার্জন ডাঃ লায়লা ইয়াসমিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এলডিডিপির লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ শরমিষ্ঠা ভট্টাচার্য।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮