DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দুবছরেও সরানো যায়নি কেমিক্যাল গোডাউন

DoinikAstha
ফেব্রুয়ারি ২০, ২০২১ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

পুরান ঢাকার চুড়িহাট্টার আগুনের ক্ষত, এখনও বয়ে বেড়াচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। কিন্তু, দুবছরেও পুরোপুরি সরানো যায়নি, কেমিক্যাল গোডাউন। পরিবারগুলো বলছে, তাদের প্রিয় স্বজনেরা তো আর ফিরবে না। কিন্তু, আগুনে ঝলসানো আর কোনো কান্নার গল্প চান না তারা।

দুঃসহ স্মৃতি প্রিয়জন হারানোর বিমূর্তক্ষণ। দুবছর পেরিয়ে হৃদয় ভাঙা আর্তনাদে আজও স্তব্ধ চুরিহাট্টা। দুমড়ে মুছড়ে যাওয়া স্বপ্নে, ক্ষত বেড়েছে না পাওয়া ও জানা-অজানা হাজারো কারণে। প্রিয়জন হারানোর বেদনা আর ভয়ঙ্কর স্মৃতি নিয়ে বেঁচে থাকা যে ভিষণ কঠিন।

পুরো পরিবারের দায়িত্ব কাঁধে হাসিমাখা মুখটাও এখন বড্ড নিশ্চুপ। ব্যানারের এলোমেলো নামের সারি তাই যেন প্রশ্ন ছুঁড়ছে, এর শেষ কোথায়?? অন্ত নেই জেনেও ইতি নেই এ অপেক্ষার, নেই ফেরার ক্ষণ, নেই আবদার আর নেই সেই মানুষটিও। মূহুর্তে বদলে যাওয়া ধূসর চিত্রপটে দায়িত্বের প্রশ্ন-উত্তরে কাঁধ দেয়নি কেউ।

তদন্ত শেষ হয়নি আজও, আর প্রকল্পেই আটকে আছে পুরান ঢাকার রাসায়নিক গুদাম স্থানান্তর। তবুও জীবন থেমে নেই শত সীমাবদ্ধতায় প্রার্থনা অকালেই যেন ঝরে না যায় আর কোনো প্রাণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮