DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দফা লকডাউনে কঠোর অবস্থানে রাঙ্গামাটি জেলা ট্রাফিক পুলিশ

DoinikAstha
এপ্রিল ২১, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

 

দ্বিতীয় দফা লকডাউনে কঠোর অবস্থানে রাঙ্গামাটি জেলা ট্রাফিক পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশে করোনা প্রতিরোধে সরকারের বিধি নিষেধ পালন করতে এ অস্থান নিয়েছে।

 

লকডাউনে জনগণকে সচেতন, কেউ যেন ঘর থেকে বের না হয় এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতে ট্রাফিক পুলিশের এ তৎপরতা।

 

আজ বুধবার (২১এপ্রিল) দুপুরে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ পুলিশ বক্স এর সামনে জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ ইসমাইলের নেতৃত্বে জরুরী সেবা ব্যতিত অন্যান্য নাম্বার বিহীন সিএনজিও মোটরসাইকেল আরোহীদের সর্তক করে অভিযান পরিচালনা করা হয়। তবে কাউকে অর্থদন্ড করা হয়নি।

 

করোনা ভাইরাস থেকে বাঁচতে ও সরকারি নির্দেশ মানাতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। তার পরও বিভিন্ন অজুহাত দেখিয়ে লোকজন পুলিশের চোখে ফাঁকি দিয়ে ঘরে থেকে বের হচ্ছে। লোকজন কোন মতেই লকডাউন মানতে রাজি হচ্ছে না।

 

জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ট্রাফিক পুলিশ করোনা সচেতনতায় কাজ করে যাচ্ছে। সরকার বলছেন একান্ত জরুরী কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। কিন্তু এখন দেখছি এক মোটরসাইকেলে ৩জন ব্যক্তি ঘুরাঘুরি করছে। এছাড়াও কারণে বিভিন্ন অজুহাতে নাম্বার বিহীন সিএনজি বের করে বাজারে এসে লোকজন ভীড় জমাচ্ছে। তাই লোকজনের উদাসিনতা চরমে। এসব নিয়ন্ত্রণে আনতেই মূলত জেলা ট্রাফিক পুলিশ কঠোর অবস্থানে নেমেছেন ।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬