DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ধোনির চেন্নাইয়ের কাছে হারলো রোহিতের মুম্বাই

স্পোর্টস ডেস্ক
এপ্রিল ৯, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের দুর্দশা কাটছেই না। গত আসরেও খুব বাজে অবস্থা ছিলো সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নদের। সেই দুর্দশা দিয়ে এবারও শুরু হলো তাদের আইপিএল। প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছেও হারতে হলো মুম্বাইকে।

শনিবার রাতে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে, নিজেদের হোম ভেন্যুতেই চেন্নাইয়ের কাছে ৭ উইকেটে বড় ব্যবধানে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। ১১ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই।

টস হেরে প্রমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সংগ্রহ দাঁড়িয়েছিলো ১৫৭ রান। জবাব দিতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। কৃপণ বোলিং উপহার দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রবিন্দ্র জাদেজা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্লো খেলতে থাকে দুই ওপেনার রোহিত শর্মা এবং ইশান কিশান। ১৩ বলে ২১ রান করে তুষার দেশপান্ডের বলে বোল্ড হয়ে যান রোহিত। ২১ বলে ৩২ রান করেন ইশান কিশান।

ক্যারেমর গ্রিন করেন ১২ রান। মারকুটে ব্যাটার হিসেবে পরিচিত সুর্যকুমার যাদব রয়েছেন পুরোপুরি অফফর্মে। তিনি করেছেন মাত্র ১ রান। তিলক ভার্মা ১৮ বলে ২২ রান করে আউট হন। আরশাদ খান করেন ৪ বলে ২ রান। ২২ বলে ৩১ রান করেন টিম ডেভিড। হৃত্বিক শোকিন ১৩ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে মুম্বাইর সংগ্রহ দাঁড়ায় ১৫৭ রান।

চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন রবিন্দ্র জাদেজা। ২টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে, মিচেল সান্তনার। ১ উইকেট নেন সিসান্দা মাগালা।

জবাব দিতে নেমে কোনো রান করার আগেই ওপেনার ডেভন কনওয়ের উইকেট হারায় চেন্নাই। তবে ঋুতুরাজ গায়কোয়াড় এবং আজিঙ্কা রাহানে মিলে ৮২ রানের জুটি গড়ে চেন্নাইয়ের জয় তরান্বিত করেন। ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ। ২৭ বলে ৬১ রানের ঝড় তুলে আউট হন আজিঙ্কা রাহানে। ৭টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন রাহানে।

শিবাম দুবে ২৬ বলে করেন ২৮ রান। আম্বাতি রাইডু ১৬ বলে অপরাহিত ২০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। মুম্বাইর হয়ে ১টি করে উইকেট নেন জেসন বেরেন্ড্রপ, পিযুশ চাওলা এবং কুমার কার্তিকিয়া।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮