DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নতুন বছর উদযাপন কেড়ে নিলো ১১ প্রাণ

DoinikAstha
জানুয়ারি ২, ২০২১ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের তাণ্ডব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সমংখ্যা। এরমধ্যেই এলো ইংরেজি নতুন বর্ষ উদযাপনের দিনক্ষণ। আর নতুন বছর উদযাপন করতে যেয়ে সারা বিশ্বে ১১ জন মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরো অনেকে।

পুলিশ জানায়, দক্ষিণ-পশ্চিম বসনিয়া ও হার্জেগোভিনার একটি কটেজে নতুন বছর উদযাপনের সময় কার্বন মনো অক্সাইডের বিষক্রিয়ার কারণে  আট যুবক-যুবতীর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বসনিয়া গণমাধ্যম জানায়, আটজনই মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

তুরস্কে, নরওয়েজিয়ান ফুটবলার ওমর এলাবডেল্লাউই আতশবাজি নিয়ে দুর্ঘটনার পরে চোখের ইনজুরি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী তার দুইটি চোখই ক্ষতিগ্রস্থ হয়েছে।এদিকে ফ্রান্সে আতশবাজি জ্বালানোর সময় ২৫ বছর বয়সী একজন মারা গেছেন। জার্মানীতেও  আতশবাজির ঘটনায় একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইরাকে আতশবাজির ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

করোনার কারণে জনসমাগম নিষেধ থাকায় বেশ কয়েকটি জায়গা থেকে আতশবাজি জ্বালানো হয় আর এতে হতাহতের ঘটনা ঘটে। নতুন বছর উদযাপনের গুলিতে এক সিরিয়িান নারীরও মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে আরো মানুষ আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬