DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১লা মে ২০২৪
ঢাকাবুধবার ১লা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র বৃক্ষ রোপন কর্মসূ‌চির উদ্বোধন

Astha Desk
জুলাই ১২, ২০২২ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকা‌ঠির নল‌ছি‌টি‌তে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশন (সিএফ) এর উদ্দ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) উপজেলার রানাপাশা ইউনিয়ন শাখার উদ্দ্যোগে তেতুলবাড়িয়া স্কুল, ফেরিঘাট মসজিদ, হদুয়া, রানাপাশা, নলবুনিয়া এলাকাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হয়।

রানাপাশা ইউনিয়ন কমিটির সহ-সভাপতি কাওসার আলম মাস্টার ও সাধারন সম্পাদক গোলাম সরোয়ার চপল মাস্টারের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুল ইসলাম, রানাপাশা ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম, উপদেষ্টা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজ আহসান রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রকৌশলী রবিউল ইসলাম সবুজ, ইউনিয়ন কমিটির সিনিয়র সদস্য নাসির হোসেন, নাচনমহল ইউনিয়ন কমিটির সদস্য সচিব কামরুল হাসান মাস্টার, যুগ্ম আহবায়ক ও মো: মাহাবুব হোসেন, নাচনমহল ইউনিয়ন কমিটির সদস্য রেজাউল করিম। এছাড়াও তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম দুলাল এবং পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপন কর্মসূচীর সমন্বয়কারী ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সুপ্রিমকোর্টের আইনজীবি মো: কাওসার হোসাইন বলেন, বৃক্ষরোপন সংগঠনের বার্ষিক কর্মসূচীর একটি পৃথিবীর পরিবেশ বিপর্যয় ও তাপমাত্রা বৃদ্ধি প্রতিরোধে বৃক্ষরোপনের বিকল্প নেই, পাশাপাশি আমাদের রোপনকৃতবৃক্ষগুলো ফলজ ও ঔষধি হওয়ায় তা মানবতার কল্যানে কাজে আসবে। ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নে এ কার্যক্রম গ্রহন করা হবে এবং প্রতিবছর চলমান থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪