ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেলেন সেনাপ্রধান Logo আইফোন ১৭ সিরিজের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী Logo ওএসডির ছয় মাস পর পরিচালকের দায়িত্ব পেলেন ডা. সাইফুল ইসলাম! Logo সুনামগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী Logo পানছড়িতে হেফাজত ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত Logo শার্শায় ১২ কেজি গাঁজাসহ যুবক আটক Logo ফুলবাড়িয়ায় ৪৩ জনকে চোখের চিকিৎসা করালেন বিএনপি নেতা  Logo পদত্যাগের পর নেপালেই আছেন কেপি শর্মা ওলি Logo কেপি শর্মা ওলির পতনের পেছনে সাবেক রাজা জ্ঞানেন্দ্র হাত! Logo ভারত ও চীনের ওপর শত ভাগ শুল্ক আরোপ করতে ইউরোপকে ট্রাম্পের আহ্বান

পানছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেলেন সেনাপ্রধান

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৭৩৭ বার পড়া হয়েছে

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার রেজামনি পাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে সেনাবাহীনি।

চলিত বছরের ২৯ মার্চ খাগড়াছড়ি জেলার আওতাধীন রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময় তিনি স্থানীয় মেম্বার, কারবারি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনেন এবং জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় সেনাবাহিনী প্রধান অঞ্চলের স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানের লক্ষ্যে সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানির ব্যবস্থা করার প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। এর ফলে রেজামনি পাড়া ও কারিগর পাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের পানির সমস্যার সমাধান পাবে।

এই পানির সুবিধা পাচ্ছে কারিগর পাড়া ও রেজামনি পাড়া মিলে দুই গ্রামের প্রায় ১শ ২০ পরিবার। তারা আগে বিভিন্ন কুপ থেকে পানি সংগ্রহ করে পানি পান করতে হতো। এই ব্যবস্থাট কারনে এখন এই সকল পরিবারের খাওয়ার পানির সুবিধা হয়েছে।

বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ায় সেনাপ্রধান এর কৃতজ্ঞ প্রকাশ করে এলাকাবাসী বলেন, আমরা আগে ঝিরি ও কুপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করে খাওয়ার কারনে আমাদের বিভিন্ন রোগ দেখা দিতো। এখন আমরা বিশুদ্ধ পানি বাড়িতেই পাচ্ছি। এতে আমাদের অনেক উপকার হচ্ছে।

প্রসঙ্গত, সেনাপ্রধান চাকরি শুরুতেই এই রেজামনি পাড়া ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সেই সৃতিচারণ করতে সেনাপ্রধান হওয়ার পর পরিদর্শনে এসে এই পরিকল্পনা নেন। রেজামনি পাড়া এবং কারিগর পাড়া এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই বিশুদ্ধ পানির ব্যবস্থা।

তিনি আরও বলেন, আমাদের সেনাপ্রধান এই এলাকায় চাকরি করার কারনে এখানকার মানুষের প্রতি একটা মায়া কাজ করে। তাই ওনি সেনাপ্রধান হওয়ার পরে এখানে পরিদর্শনে আসার পর এই এলাকার মানুষের একটা দাবি ছিলো বিশুদ্ধ পানির জন্য। ওনি ওয়াদা করে গেছেন করে দিবে বলে। এই কাজ আজকে আমরা উদ্বোধন করে সাধারণ মানুষের মাঝে বুঝিয়ে দিয়েছি। তারা এখন শান্তিপূর্ণভাবে এই বিশুদ্ধ পানি পান করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমএস, এএফডব্লিউসি, পিএসসি।

আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল প্রমূখ।

ট্যাগস :

পানছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেলেন সেনাপ্রধান

আপডেট সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার রেজামনি পাড়ায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সৌর বিদ্যুতের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে সেনাবাহীনি।

চলিত বছরের ২৯ মার্চ খাগড়াছড়ি জেলার আওতাধীন রেজামনি পাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এসময় তিনি স্থানীয় মেম্বার, কারবারি ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনেন এবং জীবনমান উন্নয়নে বাস্তবধর্মী পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

এসময় সেনাবাহিনী প্রধান অঞ্চলের স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ খাবার পানির সংকট সমাধানের লক্ষ্যে সৌর বিদ্যুতের মাধ্যমে টেকসই পানির ব্যবস্থা করার প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন। এর ফলে রেজামনি পাড়া ও কারিগর পাড়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের পানির সমস্যার সমাধান পাবে।

এই পানির সুবিধা পাচ্ছে কারিগর পাড়া ও রেজামনি পাড়া মিলে দুই গ্রামের প্রায় ১শ ২০ পরিবার। তারা আগে বিভিন্ন কুপ থেকে পানি সংগ্রহ করে পানি পান করতে হতো। এই ব্যবস্থাট কারনে এখন এই সকল পরিবারের খাওয়ার পানির সুবিধা হয়েছে।

বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ায় সেনাপ্রধান এর কৃতজ্ঞ প্রকাশ করে এলাকাবাসী বলেন, আমরা আগে ঝিরি ও কুপ থেকে খাওয়ার পানি সংগ্রহ করে খাওয়ার কারনে আমাদের বিভিন্ন রোগ দেখা দিতো। এখন আমরা বিশুদ্ধ পানি বাড়িতেই পাচ্ছি। এতে আমাদের অনেক উপকার হচ্ছে।

প্রসঙ্গত, সেনাপ্রধান চাকরি শুরুতেই এই রেজামনি পাড়া ক্যাম্পে ক্যাম্প কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সেই সৃতিচারণ করতে সেনাপ্রধান হওয়ার পর পরিদর্শনে এসে এই পরিকল্পনা নেন। রেজামনি পাড়া এবং কারিগর পাড়া এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা।

ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি এলাকায় নিরাপত্তার পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই বিশুদ্ধ পানির ব্যবস্থা।

তিনি আরও বলেন, আমাদের সেনাপ্রধান এই এলাকায় চাকরি করার কারনে এখানকার মানুষের প্রতি একটা মায়া কাজ করে। তাই ওনি সেনাপ্রধান হওয়ার পরে এখানে পরিদর্শনে আসার পর এই এলাকার মানুষের একটা দাবি ছিলো বিশুদ্ধ পানির জন্য। ওনি ওয়াদা করে গেছেন করে দিবে বলে। এই কাজ আজকে আমরা উদ্বোধন করে সাধারণ মানুষের মাঝে বুঝিয়ে দিয়েছি। তারা এখন শান্তিপূর্ণভাবে এই বিশুদ্ধ পানি পান করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমএস, এএফডব্লিউসি, পিএসসি।

আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল প্রমূখ।