DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফিরলেন সাকিব, তামিমের আত্মবিশ্বাসী ইনিংস

DoinikAstha
জানুয়ারি ১৬, ২০২১ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাস জাগানো ইনিংস খেললেন অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসানও পেলেন রানের দেখা। শনিবার নিজেদের মধ্যে খেলা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফিফটি করেছেন দুই সিনিয়র ক্রিকেটার। নিজ নিজ দলের হয়ে সর্বোচ্চ ইনিংস তাদের।

সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল ৪৫ ওভারের। মাহমুদউল্লাহ একাদশকে এদিন ৮ উইকেটে হারায় তামিম একাদশ।প্রথম প্রস্তুতি ম্যাচে (৪০ ওভারের ম্যাচ) তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছিল মাহমুদউল্লাহ একাদশ।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২২৩ রান করে মাহমুদউল্লাহ একাদশ। জবাবে ৫৮ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে তামিম একাদশ।

২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত খেলেছেন দুর্দান্ত। তামিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৮০ বলে ৮০ রান করেন। ৫টি চারে সঙ্গে তিনি হাঁকান ৩ ছক্কা।

আরেক ওপেনার লিটন ৫৩ বলে ৯ চারে ৪৮ রান করেন। শান্ত ৫১ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৬১ রান। মোহাম্মদ মিঠুন ১৭ ও সৌম্য সরকার ১২ রানে অপরাজিত ছিলেন।

এর আগে মাহমুদউল্লাহ একাদশের পক্ষে ওপেনার নাঈম শেখ ৬৮ বলে ৫০ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। সাকিব আল হাসান ৮২ বলে ৫২ রান করেন ১ চার ও ১ ছক্কায়। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর রান পাচ্ছিলেন তিনি। তবে উইন্ডিজ সিরিজ শুরুর আগেই কাটিয়ে উঠলেন হতাশা।

এ ছাড়া দলটির হয়ে ইয়াসির আলি ২৪, মুশফিকুর রহিম ২৫, মোসাদ্দেক হোসেন ৩১ রান করেন। তামিম একাদশের পক্ষে সাইফউদ্দিন ও মেহেদি হাসান সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন।

প্রথম প্রস্তুতি ম্যাচে ফিফটি পাওয়া মাহমুদউল্লাহ এ ম্যাচে খেলেননি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬