DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে সারা দেশে ১০জন নিহত

আস্থা ডেস্কঃ
মে ৩, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বজ্রপাতে সারা দেশে ১০জন নিহত

আস্থা ডেস্কঃ

 

বজ্রপাতে দেশের আট জেলার আজ মঙ্গলবার ১০জন নিহত হয়েছে। ঈদুল ফিতরের দিন এসব মৃত্যুর ঘটনা ঘটে।

 

জেলা গুলো হলোঃ টাঙ্গাইল জেলার কালিহাতীতে ঈদের নামাজে যাওয়ার জন্য গোসল করতে নদীতে নেমে বজ্রপাতে তিন কিশোর ও যুবকের মৃত্যু হয়েছে। দশ‌কিয়া ইউনিয়নের হা‌তিয়া এলাকায় মঙ্গলবার সকা‌ল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এই তিনজন হলেন উপজেলার হাতিয়া এলাকার মোঃ আরিফ, মোঃ রাকিব ও মোঃ ফয়সাল। তিন পরিবারের তিনজনের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

ময়মনসিংহ জেলার নান্দাইলে ঈদের নামাজ পড়তে গিয়ে বজ্রপাতে আল মামুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ২৩ বছর বয়সী আল মামুন ওই গ্রামের আব্দুল মালেক মাস্টারের ছেলে। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ঈদের নামাজ শেষে বাবার কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে রনি মিয়ার। পৌর শহরের দুর্গাপুর এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি মিজানুর রহমান।

 

মেহেরপুর জেলা সদরে ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির। সদরের মনোহরপুর গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ওসি মোঃ জুলফিকার বিষয়টি জানিয়েছেন।

 

বাগেরহাট জেলার মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয়েছে মহির শেখের। সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডীতে বজ্রপাতে লবণচাষির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বিকেল ৪টার দিকে চৌফলদণ্ডী নতুন মহাল মাঝেরপাড়ায় এ ঘটনা ঘটে।

 

বজ্রপাতে প্রাণ হারানো শামসুল আলম নতুন মহাল মাঝেরপাড়ার ইসমাইলের ছেলে। কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন :  কুমিল্লায় আগুনে ৪ টি দোকান পুড়ে প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে বজ্রপাতে শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন সত্যলাল দাস নামে আরও একজন। আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে জিহাদ হোসেন নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ও আহত হয়েছে সাথী আক্তার নামে ১২ বছরের এক শিশু। উপজেলার হরনি ইউনিয়নে দুপুর ১২টায় এঘটনা ঘটে। সেবয়ারচর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। হাতিয়া থানার ওসি আমির হোসেন ঘটনাটি নিশ্চিত করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭