DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪
ঢাকাশুক্রবার ১৭ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির একজন যাদুকর রিপন খান।

News Editor
মে ২, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির একজন যাদুকর রিপন খান।

সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধিঃ

রিপন খান। একটি জীবন্ত কিংবদন্তির নাম। আমরা যারা এখন তরুণ আর আমাদের সিনিয়ররা যখন তরুণ ছিলো—সেই সময় থেকে এখন অব্দি একজন সুপার ডুপার হিট মিউজিসিয়ান রিপন খান। আমাদের এই বাংলাদেশের যতো বড় বড় কোম্পানি আছে, সেগুলোর প্রায় সব কোম্পানির জিংগেল করেছেন জীবন্ত এই কিংবদন্তি!

প্রায় সবই সুপারহিট। বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির একজন যাদুকর রিপন খান। এ দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন ডিজিটাল কম্পোজিশন ধারণাটা কারও জানা ছিলো না তখন এ দেশীয় সংগীতাংগনে বিপ্লব ঘটান শ্রদ্ধেয় এই কিংবদন্তি। শুধু তাই না, আজ পর্যন্ত সে ধারাতেই আছেন তিনি। তাঁর দেখানো পথে কম্পোজিশন করে আমাদের দেশে জন্ম নিয়েছে অসংখ্য প্রতিভাবান মিউজিক ডিরেক্টর ও শিল্পী।

আমাদের চেনাজানা এমন অনেক কম্পোজার ও সংগীতশিল্পী আছেন যাদেরকে শ্রদ্ধেয় এই গুণী মানুষ নিজ হাতে গড়েছেন। শুধু তাই না, অনেক বড় বড় গীতিকার সুরকারও তিনি তৈরী করেছেন। আর যে কথাটা না বললেই নয় সেটা হলো, বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল রেকর্ডিং স্টুডিও তাঁরই করা, স্যাম্পল ও লুপস্ টেকনোলজিও তিনিই প্রথম দেশে।

আর একটা কথা না বললে অপরাধ হয়ে যায়, সেটা হলো, হোম স্টুডিওর ধারণাও তাঁরই। বলা বাহুল্য, জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খান’এর বাবার নাম হলো রিপন খান! একজন পিতা হিসেবেও তিনি সফল সব দিক থেকে। তাঁর তিন ছেলে মেয়ে। তিন জনই স্টার! হৃদয় খান, প্রত্যয় খান, রাইজা খান!

প্রায় ৪০ বছরের বর্ণাঢ্য জীবনে দেশের সংস্কৃতির জগতে এনেছেন কতো-না যুগান্তকারী বিপ্লব যেসব বলতে গেলে হাজার পৃষ্ঠার বই লিখতে হবে!  আজ ২রা মে, রবিবার, ২০২১। শ্রদ্ধেয় কিংবদন্তি ও সুরের যাদুকর রিপন খান স্যারের জন্মদিন! আজ খুবই আনন্দের দিন। কেননা এই দিনেই এই বাংলার বুকে এসেছিলেন এক যাদুকর।

দৈনিক আস্থা পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে জানাই প্রিয় রিপন খান স্যারকে জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি। ভালোবাসা নিবেন স্যার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬