DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাঘাইছড়িতে আগ্নেয়াস্ত্র উদ্ধার

DoinikAstha
সেপ্টেম্বর ১২, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে ইউপিডিএফ’র আস্তানা থেকে ভারী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ গুলোর মুজদকৃত অস্ত্র থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিদেশী শক্তির প্রত্যক্ষ মদদে দূর্গম পাহাড়ে নানান ধরনের ভারী আগ্নেয়াস্ত্রের মজুদ করছে পাহাড়ের সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা। বিষয়টি জানতে পেরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে নিরাপত্তা বাহিনী। তারই ধারাবাহিকতায় রাঙামাটির দূর্গম বাঘাইছড়িতে ইউপিডিএফ (প্রসিত) সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ২টি একে-৪৭ রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (১২ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর আস্তানায় অভিযান পরিচালনা করে এইসব উদ্ধার করে সেনাবাহিনীর ১২বীর বাঘাইহাট জোন।

সেনা সুত্র জানায়, পশ্চিম জারুলছড়ি এলাকায় ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোনের একটি বিশেষ অভিযান দল অভিযান চালায়।

এসময় ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদল সেনাবাহিনীর আভিযানিক দলের উপস্থিতিটের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসীদলের মধ্যে পরিমাণ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পরবর্তীতে উক্ত স্থানে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ২ একে-৪৭, ২ একে-৪৭ ম্যাগাজিন, ১৩ রাউন্ড এ্যামুনিশন, ২টি মোবাইল ও ৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমান নথিপত্র উদ্ধার করে। বাঘাইছড়ি উপজেলা ইউপিডিএফ এর সমন্বয়ক আরজেন চাকমা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনার সাথে ইউপিডিএফ প্রসিত দলের কোন সম্পর্ক নেই। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন মামলার প্রস্তুতি চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩