DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বারবার ছাত্রদল ও যুবদলের অপকর্মেই সমালোচিত বিএনপি

News Editor
অক্টোবর ৯, ২০২০ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

ছাত্রদল ও যুবদল কর্মীদের অপকর্মে অতীতেও বারবার সমালোচিত হয়েছে বিএনপি। তবে বর্তমানেও দলটি এই ধারা থেকে বের হতে পারেনি। নেতা-কমীদের মারামারি ও সংঘর্ষসহ নানা অপকর্মের ঘটনায় বিএনপির হাইকমান্ড বিব্রত। এ পরিস্থিতিতে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের নারী নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন এমনকি প্রেমজনিত যেকোনো ধরনের বিতর্ক থেকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অতীতে নারী নির্যাতনের কারণে বিএনপির অনেক বদনাম হয়েছে। এ ধরনের নানা কুকর্মের কারণে এরইমধ্যে দেশবাসীর কাছে সমালোচনার মুখে পড়েছে দলটি। বিশেষ করে ছাত্রদল ও যুবদলের বহু নেতা-কর্মীদের কারণে বিএনপিকে এখনও নারী নিপীড়কদের দল হিসেবে চিহ্নিত করে দেশের মানুষ।

দলীয় সূত্র মতে, বর্তমান পরিস্থিতিতে নারী নিপীড়ন নিয়ে দেশব্যাপী প্রতিবাদ চলছে। সম্প্রতি কিছু ঘটনায় ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মীর নামও উঠে এসেছে। ধর্ষকদের আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুতর এসব অপরাধের বিষয়ে জিরো টলারেন্সে অবস্থান নিয়েছে সরকার।

বর্তমান সরকারের অধীনে মানুষের কোনো কিছুই নিরাপদ নয় : মান্না

এদিকে বিএনপির অবস্থা এখন মোটেও ভালো নয়, জনগণও তাদের গ্রহণ করছে না। তাই বারবার ছাত্রদল ও যুবদল কর্মীরা যদি ধর্ষণ, নিপীড়নের ঘটনায় জড়িয়ে পড়ে, তাহলে বিএনপি জনগণের কাছে আর মুখ দেখাতে পারবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র ও দায়িত্বশীল এক নেতা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘটছে অনাকাঙ্ক্ষিত ধর্ষণের ঘটনা। বর্তমানে বিএনপির হাইকমান্ডেরও দলের নেতা-কর্মীদের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। তাই কার্যত কাজের কাজ কিছুই হচ্ছে না।

তিনি বলেন, ধর্ষণের কিছু ঘটনায় ছাত্রদল ও যুবদল কর্মীদের নামও আসছে। অতীতেও ধর্ষণের মতো জঘন্যতম ঘটনায় সম্পৃক্ততার কারণে বিএনপির যথেষ্ট বদনাম হয়েছে। বর্তমানেও সেই গ্লানি থেকে বের হতে পারেনি দলটি। নেতা-কর্মীরা বারবারই নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮