DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মনপুরার পুলিশ ও কোস্টগার্ডের অভিযানে হত্যায় জড়িত আটক ৩

DoinikAstha
মে ৮, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

লিখন দে সুদীপ্ত:জেলা প্রতিনিধি, ভোলা:নোয়াখালী হাতিয়ায় সোনাদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক মেম্বার পদপ্রার্থী নিহত হয় এবং ঘটনায় জড়িত ৪ জন গুরুতর আহত হয়। গত শুক্রবার সোনাদিয়া ইউনিয়নের চরচেংগা বাজারে উক্ত ঘটনা ঘটে এ ঘটনায় হামলা ও হত্যার সাথে জড়িত ৫ জন স্পিডবোট যোগে মনপুরা পালিয়ে আসে ‌।

শুক্রবার সকাল দুইটা হাতিয়া থানা মনপুরা থানা কে এ বিষয়ে অবহিত করে পরে জড়িতরা স্পিডবোট যোগে জনতা বাজার থেকে স্পিডবোটে পালিয়ে যাওয়ার সময় জনতা ও পুলিশ তাদেরকে ধাওয়া করে।

পরে জড়িত পাঁচজন বন বিভাগের কেওড়া বাগান আত্মগোপন করে। এরপর সন্ধ্যা ছয়টায় পুলিশ-জনতা কোস্টগার্ড অভিযান চালিয়ে কেউড়া বাগানে থেকে তিনজনকে আটক করে বাকী ২ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন সোনাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোসলেহউদ্দিন ফারুক, খোকন ও রাশেদ।
এরা ৩ ভাই সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বাজারের বাসিন্দা মৃত আব্দুল আউয়ালের ছেলে।
অন্যদিকে নিহত মেম্বার প্রার্থী জোবায়ের হাসান হলেন মধ্য চরচেংগা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে । ইনি ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ছিলেন।

আহতরা হলেন হান্নান জীবন (২২), ইরাক(৩৫), রহিম (৩৮), রাজু(৩০)।হত্যাকাণ্ডের সাথে জড়িত পাঁচজন স্পিডবোটে পালিয়ে আসার সময় হাতিয়া কোস্টগার্ড লে. বিশ্বজিৎ এর নেতৃত্বে তাদেরকে ধাওয়া করলেও তারা মনপুরা পালিয়ে আসে।।পরে স্পিড বোর্ড ড্রাইভার রাজিব স্পিডবোট নিয়ে হাতে ফিরে আসে। পালিয়ে আসা 5 জন কে ধরতে মনপুরা পুলিশ , কোস্টগার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে অভিযান চালায়।

পরে সন্ধ্যা ছয়টার দিকে মনপুরা বন বিভাগের কেওড়া বাগান এ অভিযান চালিয়ে পুলিশ , তিনজনকে আটক করে ,দুজন পালিয়ে যায় । আটককৃত তিনজনকে অনেক জিজ্ঞাসাবাদ করে নিহত মেম্বার প্রার্থী লাশ উদ্ধার করা হয় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মনপুরা থানার অফিসার ইনচার্জ জানান “হত্যাকাণ্ডের সাথে জড়িতরা উপর্যুক্ত শাস্তি পাবে এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে । ভবিষ্যতে এ ধরনের কোন সমস্যা না ঘটে সেই ব্যবস্থা করবেন”” বলে মিডিয়াকে জানান এবং এদেরকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় এনে শাস্তি দিবেন বলে আশ্বাস দেন।।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭