DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে হামলার শিকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫ জন

News Editor
নভেম্বর ৫, ২০২০ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দুই কর্মকর্তাসহ পাঁচজন। বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলার সীমান্তবর্তী জেলা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব রাঘদী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকসুদপুর উপজেলার পূর্ব রাঘদী গ্রামের শাহিন শেখের বাড়িতে সাদা পোশাকে মাদক উদ্ধার অভিযানে যায় মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের দুই কর্মকর্তাসহ ৫ জন। এ সময় ঘরের দরজা ধাক্কাধাক্কি করলে শাহিনের স্ত্রী সোনিয়া বেগম ডাকাত বলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়।

মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদে চাকরি, ৬ পুলিশ কারাগারে

এ সময় এলাকাবাসী মাদক ব্যবসায়ী শাহীনের সহযোগিতায় তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখে। পরে হামলাকারীরা ওই কর্মকর্তাদের কাছ থেকে মোবাইল সেট ওয়াকিটকি, হ্যান্ডকাপ, আইডি কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

খবর পেয়ে মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ আটকদের উদ্ধার করে।

আহতরা হলেন-মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস, এএসআই গোলাম কিবরিয়া, সিপাহী মোহাম্মদ হাসান, সাইদুল ইসলাম ও ড্রাইভার রাসেল ইসলাম। তাদেরকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার খবর পেয়ে মাদারীপুর মাদকদ্রব্য অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেন ঘটনাস্থলে ছুটে যান। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মণ্ডল জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে বেশ চিহ্ন রয়েছে।

মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই সুনীল কুমার দে জানান, এ ঘটনায় গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮